স্ট্রেচারে করে মাঠ ছেড়ে আবার ফিরলেন শরিফুল

একই ম্যাচে বাংলাদেশের দুজন ক্রিকেটারকে স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হলো। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ব্যাটিংয়ের সময় রান নিতে গিয়ে হ্যামস্ট্রিংয়ের চোটে স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয় লিটন কুমার দাসকে। চোট পেয়ে স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হয় তরুণ পেসার শরিফুল ইসলামকেও। যদিও কয়েক ওভার পরই মাঠে ফেরেন তিনি, শুরু করেছেন বোলিংও।
নিজের বলে ফিল্ডিং করতে গিয়ে তার বাঁ পায়ে বলের আঘাত লাগে। খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটার পর মাটিতে শুয়ে পড়েন শরিফুল। মাঠে প্রাথমকি চিকিৎসাও দেওয়া হয়, কিন্তু তা কোনো কাজে আসেনি। স্ট্রেচারে করে বাংলাদেশ পেসারকে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়। কিছুক্ষণ মাঠের বাইরে থাকেন তিনি।
ইনিংসের ৩৩তম ওভারটি করছিলেন শরিফুল। শেষ বলে গিয়ে বাধে বিপত্তি। তার করা শেষ বলে স্ট্রেইট ড্রাইভ খেলেন ইনোসেন্ট কায়া। বল ফেরানোর চেষ্টা করেন শরিফুল। সজোরে আসা বলটি তার লেগে বাঁ পায়ে আঘাত করে।
মাঠ ছাড়ার আগে ৭ ওভার বোলিং করেন শরিফুল। এদিন দাপুটে বোলিং করা হয়নি তার। ৭ ওভারে ৩৯ রান দিয়ে এক উইকেট নেন বাঁহাতি এই পেসার। অবশ্য বেশি সময় মাঠের বাইরে থাকতে হয়নি তাকে। কয়েক ওভার পরই মাঠে ফিরে বোলিং শুরু করেন শরিফুল। যদিও তাকে খোঁড়াতে দেখা গেছে।
এর আগে বাংলাদেশের ব্যাটিংয়ের সময় হ্যামস্ট্রিং চোট পান লিটন। ৩৪তম ওভারে সিকান্দার রাজার বলে দ্রুত এক রান নেওয়ার জন্য দৌড়ান তিনি। রান সম্পূর্ণ করার শেষ মুহূর্তে গিয়ে হ্যামস্টিংয়ে টান পড়ে তার। বাংলাদেশের ফিজিও মাঠে গিয়ে দেখার পর স্ট্রেচারে করে লিটনকে মাঠ থেকে নেওয়ার পরামর্শ দেন। স্ট্রেচারে মাঠ ছাড়ার সময় ব্যথায় কাতড়াতে দেখা যায় লিটনকে।