স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হলো লিটনকে

দারুণ ব্যাটিংয়ে সেঞ্চুরির পথে এগিয়ে যাচ্ছিলেন লিটন কুমার দাস। কিন্তু দারুণ পথচলা হঠাৎ-ই থেমে গেল। রান নিতে গিয়ে ডান পায়ের উরুতে টান পড়ায় স্ট্রেচারে করে মাঠ ছাড়তে হলো বাংলাদেশের ডানহাতি এই ওপেনারকে।
শুক্রবার হারারে স্পোর্টস ক্লাবে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডের ৩৪তম ওভারের খেলা চলছিল। সিকান্দার রাজার বলে দ্রুত এক রান নেওয়ার জন্য দৌড়ান লিটন। রান সম্পূর্ণ করার শেষ মুহূর্তে গিয়ে উরুতে টান পড়ে তার। উইকেট থেকে একটু দূরে গিয়েই শুয়ে পড়েন তিনি।
বাংলাদেশের ফিজিও মাঠে গিয়ে দেখার পর স্ট্রেচারে করে লিটনকে মাঠ থেকে নেওয়ার পরামর্শ দেন। স্ট্রেচারে মাঠ ছাড়ার সময় ব্যথায় কাতড়াতে দেখা যায় লিটনকে। তার চোট সম্পর্কে বাংলাদেশ দলের পক্ষ থেকে এখনও কিছু জানানো হয়নি।
মাঠ ছাড়ার আগে দারুণ ব্যাটিং করে যাচ্ছিলেন বাংলাদেশ ওপেনার। মাঠ ছাড়ার আগে ৮৯ বলে ৯টি চার ও একটি ছক্কায় ৮১ রান করেন লিটন। ওয়ানডেতে এটা তার সপ্তম হাফ সেঞ্চুরি।
এদিন জিম্বাবুয়ের দারুণ বোলিংয়ে সামনে ধীর-স্থির মেজাজে শুরু করেন লিটন। হাফ সেঞ্চুরি পর্যন্ত ঠান্ডা মেজাজেই ব্যাটিং চালিয়ে যান তিনি। ৭৫ বলে হাফ সেঞ্চুরি করেন স্টাইলিশ এই ব্যাটসম্যান।
৫০ পেরোতেই ব্যাটিং করার ধরন পাল্টে নেন লিটন, দ্রুত রান তোলায় মন লাগান তিনি। মারকুটে ব্যাটিংয়ে পরের ৩১ রান তুলতে মাত্র ১৪ বল খরচা করেন ডানহাতি এই ওপেনার। তার ছন্দময় ব্যাটিংয়ে বিরতি পড়ে উরুতে টান পড়ায়।