টি-টোয়েন্টি অধিনায়কত্বের দৌড়ে সাকিবের সঙ্গে আরও তিন নাম
জিম্বাবুয়ে সফরে টি-টোয়েন্টির অধিনায়কত্ব থেকে মাহমুদউল্লাহ রিয়াদকে সরিয়ে দেওয়া হয়। দায়িত্ব দেওয়া হয় নুরুল হাসান সোহানকে। তিনিও সিরিজ শেষ করতে পারেননি চোটের কারণে। শেষ ম্যাচে নেতৃত্ব দেন মোসাদ্দেক হোসেন সৈকত। তবে এই সংস্করণের স্থায়ী অধিনায়ক নির্বাচনে বেশ আগে থেকেই ভেবে আসছে বিসিবি। বৃহস্পতিবার বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানালেন, অধিনায়ক হিসেবে চারজনকে বিবেচনায় রাখা হয়েছিল।
টি-টোয়েন্টিতে নেতৃত্বের আলোচনায় থাকা চার ক্রিকেটার হলেন মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, নুরুল হাসান সোহান ও লিটন কুমার দাস। যদিও এর মধ্য থেকে একজন অধিনায়কের দায়িত্ব নিতে অনীহার কথা ইতোমধ্যে বিসিবিকে জানিয়ে দিয়েছেন। বাকি তিন জনের মধ্য থেকে একজনকে অধিনাক হিসেবে বেছে নেওয়া হবে। জানা গেছে, সেই নামটি হতে পারে সাকিবের।
আগামী ২৭ আগস্ট থেকে শুরু হতে যাওয়া এশিয়া কাপের দল বাছাই চলছে। বাধ্যবাধকতা থাকায় ৮ আগস্টের মধ্যে দল ঘোষণা করতে হবে বিসিবিকে। অধিনায়ক চূড়ান্ত না হওয়াতেই মূলত দল ঘোষণায় দেরি হচ্ছে। নেতৃত্বে আলোচনায় বর্তমানে তিন নাম আছে জানিয়ে বিসিবি সভাপতি বলেন, 'অধিনায়কত্বে তিনটা নাম আছে। নাম যে নেই, তা নয়। এর মধ্যে রিয়াদও আছে। এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। না হওয়ার আগে বলাটা কঠিন।'
'তিনটা নাম আছে। এখানে সাকিব আল হাসানের নামও আছে। এটা অস্বীকার করার কোনো উপায় নেই। এখানে আরও নাম আছে। নাম ছিল লিটন দাসের। এখন তো আবার নতুন যোগ হচ্ছে সোহান। অনেকে তো এখন সোহানকে ভবিষ্যতের জন্য মনে করছে। একজন অধিনায়ক হলে আরেকজন তো সহ-অধিনায়ক হবে। এগুলো এখনও আমরা চূড়ান্ত করিনি। যাকে বানাই না কেন, তার সাথে আগে কথা বলতে হবে।'
একজনের নেতৃত্বে অনীহা, সোহান ইনজুরিতে। বাকি দুজন থেকে কাউকে বেছে নেওয়া হবে বলে ইঙ্গিত বিসিবি সভাপতির, 'যে চার জনের নাম বললাম, এর মধ্যে একজন না করেছে। সে তো হবে না স্বাভাবিকভাবে। এদের মধ্যে সোহান তো ইনজুরিতে। একসঙ্গে দল ও নেতৃত্ব দুটোই আপনারা জানবেন। ক্রিকেটারদের সঙ্গে কথা বলে জানানো হবে। এর আগে কিছু বলা যাচ্ছে না। এটা এখন যদি আমি বলে দিই, তাইলে আপনারা সব তো জেনেই যাবেন। সাকিব হচ্ছে কি, হচ্ছে না, এটা তো এখন আমি বলব না।'