২০২৪ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ
পুরুষদের ২০৩১ ওয়ানডে বিশ্বকাপের আয়োজক হওয়ার টিকেট আগেই পেয়েছে বাংলাদেশ। এবার আরও একটি বিশ্ব আসরের আয়োজক হতে যাচ্ছে তারা। আগামী ২০২৪ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করবে বাংলাদেশ। দ্বিতীয়বারের মতো আসরটি আয়োজন করবে বাংলাদেশ। এর আগে ২০১৪ পুরুষ ও নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক ছিল বাংলাদেশ।
বার্মিংহামে আইসিসির বার্ষিক সম্মেলনে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার এক বিবৃতি দিয়ে বিষয়টি জানিয়েছে আইসিসি। মার্টিন স্নেডেনকে প্রধান করে গঠন করা একটি উপ-কমিটির তত্ত্বাবধানে বিডিং প্রক্রিয়ার মাধ্যমে আয়োজক নির্বাচন করা হয়।
এই কমিটিতে আরও ছিলেন ক্লেয়ার কনর, বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলি ও রিকি শেরিট। প্রতিটি বিড পর্যালোচনার পর এই কমিটির করা সুপারিশ গ্রহণ করে আয়োজক নির্বাচন করেছে আইসিসি বোর্ড।
মেয়েদের আরও কয়েকটি আসরের আয়োজক নির্বাচন করা হয়েছে। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করবে ইংল্যান্ড। ২০০৯ সালের পর প্রথম আসরটি আয়োজন করবে ক্রিকেটের জনক দেশটি।
নারীদের ২০২৫ ওয়ানডে বিশ্বকাপ আয়োজন করবে ভারত। ২০২৭ সালে প্রথমবারের মতো অনুষ্ঠিত হবে নারীদের আইসিসি টি-টোয়েন্টি চ্যাম্পিয়ন্স ট্রফি। এই আসরটির আয়োজন করবে শ্রীলঙ্কা। আয়োজক হলেও এই আসরে খেলার যোগৗ অর্জন করতে বাছাই পর্ব খেলতে হবে তাদের।
২০২৪ সালের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক হতে পেরে উচ্ছ্বসিত বাংলাদেশ। বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী বলেছেন, '২০২৪ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক স্বত্ব পাওয়াটা বাংলাদেশের ক্রিকেটের জন্য দারুণ খবর। বিসিবির পক্ষ থেকে আমি এই সুযোগটি নিয়ে আইসিসিকে ধন্যবাদ জানাই এমন একটি সময়ে বাংলাদেশকে নারীদের বড় একটি ইভেন্ট উপহার দেওয়ার জন্য, যখন নারীদের খেলার বিকাশ ও প্রসার ঘটছে।'