‘স্বপ্ন দেখি এশিয়া কাপ-বিশ্বকাপ জিতব’- দেশে ফিরে বললেন মিরাজ
ঘরের মাঠ কিংবা বাইরে; ওয়ানডেতে সব সময়ই শক্তিশালী দল বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট ও টি-টোয়েন্টিতে ভরাডুবির পরও ওয়ানডে সিরিজে বিজয় কেতন উড়িয়ে সেটাই মনে করিয়ে দিয়েছে তামিম ইকবালের দল। দারুণ সিরিজ শেষে প্রথম ভাগে বুধবার দেশে ফিরেছেন ওয়ানডে দলের ছয় সদস্য। দেশে ফেরার দিন ওয়ানডেতে নিজেদের অবস্থান জানিয়ে বিমান বন্দরে মেহেদী হাসান মিরাজ জানালেন এশিয়া কাপ, বিশ্বকাপ জেতার স্বপ্নের কথা।
যদিও এবারের এশিয়া কাপ টি-টোয়েন্টি ফরম্যাটে হবে। তবে আগামী বছর ভারতে অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপে নিজেদের দারুণ সুযোগ দেখেন মিরাজ। চার সিনিয়র ক্রিকেটারসহ তরুণ ক্রিকেটারদের মিশেলে দারুণ ভারসাম্যপূর্ণ একটি দল হবে বলে মনে করেন ডানহাতি এই অলরাউন্ডার।
আগামী বছরের ওয়ানডে বিশ্বকাপে নিজেদের সম্ভাবনার কথা জানিয়ে মিরাজ বলেন, '২০২৩ বিশ্বকাপ তো বেশি দূরে নেই। হয়তো ১ বছর ২-৩ মাস আছে। আমরা যেভাবে যাচ্ছি, আমাদের যে রাস্তা; আমি মনে করি এই প্রক্রিয়ায় এগোলে আমাদের সামনের বিশ্বকাপটা আরও বেশি ভালো হবে। কারণ অনেক অভিজ্ঞ খেলোয়াড়ও থাকবে।'
'তামিম ভাই, সাকিব ভাই, মুশি ভাই, রিয়াদ ভাই আছেন, তারা তো অনেক অভিজ্ঞ। তারপর আমি মুস্তাফিজ, লিটনরাও খেলেছে। আমরা যারা আছি, তাদেরও বেশ কয়েক বছরের ক্যারিয়ার হয়ে যাবে আন্তর্জাতিক ক্রিকেটে। তো মোটামুটি ভালো একটা অভিজ্ঞতা নিয়ে বিশ্বকাপে আমরা ভালো খেলতে পারব।' যোগ করেন মিরাজ।
এশিয়া কাপ-বিশ্বকাপ জেতার স্বপ্নের কথা জানিয়ে মিরাজ বলেন, 'আপনি বলতে পারেন না যে বিশ্বকাপ চ্যাম্পিয়নই হব।আমরা চেষ্টা করতে পারি, হয়তো ভালো ক্রিকেট খেলতে পারি যে, কীভাবে বিশ্বকাপটা জেতা যায়; সেই রাস্তাটা বরে করার। এটা ভাগ্যের ওপর। আমরা তো স্বপ্ন দেখি এশিয়া কাপ জিতব, বিশ্বকাপ জিতব।'