টি-টোয়েন্টি দিয়ে জিম্বাবুয়ে সফর শুরু বাংলাদেশের

ওয়েস্ট ইন্ডিজ সফর শেষে দুই ভাগে ভাগ হয়ে দেশে ফিরবে বাংলাদেশ ক্রিকেট দল। প্রথম ভাগ ২০ ও দ্বিতীয় ভাগ ২১ জুলাই দেশে পৌঁছাবে। দেশে ফিরে সপ্তাহ খানেক বিশ্রামের সুযোগ পাবেন ক্রিকেটাররা। এরপরই উড়াল দিতে হবে জিম্বাবুয়ের উদ্দেশে।
আগামী ২৭ জুলাই জিম্বাবুয়ে পৌঁছানোর কথা বাংলাদেশ দলের। এই সফরে জিম্বাবুয়ের বিপক্ষে তিনটি করে টি-টোয়েন্টি এবং ওয়ানডে খেলবে তারা। টি-টোয়েন্টি দিয়ে বাংলাদেশের জিম্বাবুয়ে সফর শুরু হবে। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে চূড়ান্ত সূচি ঘোষণা করেছে জিম্বাবুয়ে ক্রিকেট।
জিম্বাবুয়ে পৌঁছানোর দিন কোনো অনুশীলন করবে না বাংলাদেশ দল। টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে দুদিন অনুশীলন করার সুযোগ পাবে সফরকারীরা। ৩০ জুলাই হারারে স্পোর্টস ক্লাবে প্রথম টি-টোয়েন্টি মুখোমুখি হবে বাংলাদেশ-জিম্বাবুয়ে। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল ৫টায়।
একই ভেন্যুতে পরের দুই টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে ৩১ জুলাই ও ২ আগস্ট। এই ম্যাচ দুটিও বাংলাদেশ সময় বিকাল ৫টায় শুরু হবে। টি-টোয়েন্টি মতো ওয়ানডে সিরিজের সবগুলো ম্যাচই হারারেতে হবে। ৫ আগস্ট প্রথম ওয়ানডেতে লড়বে বাংলাদেশ-জিম্বাবুয়ে। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় দুপুর দেড়টায়। পরের দুই ওয়ানডে একই সময়ে ৭ ও ১০ আগস্ট মাঠে গড়াবে।
বর্তমানে ওয়েস্ট ইন্ডিজে কেবল ওয়ানডে দলের সদস্যরা আছেন। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ক্যারিবীয়দের হোয়াইটওয়াশ করা দলটি দুই ভাগে ভাগ হয়ে দেশে ফিরবে। তবে ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল দলের সঙ্গে ফিরছেন না। ছুটি কাটাতে বর্তমানে ইংল্যান্ডে আছেন তিনি, দেশে ফিরবেন ২২ জুলাই।