সাকিব না থাকায় অলরাউন্ডার ঘাটতি নিয়ে তামিমের আক্ষেপ
সাকিব আল হাসান না থাকা মানে দুজন ক্রিকেটারকে দলে নেওয়া নিয়ে ভাবতে হয় বাংলাদেশকে। ওয়েস্ট ইন্ডিজ সফরে ওয়ানডে সিরিজ থেকে ছুটি নিয়েছেন সাকিব। এ কারণে পুরনো দিনের মতো করে উঠে গেছে প্রশ্ন। অভিজ্ঞ এই অলরাউন্ডার না থাকায় ব্যাটসম্যান নাকি বোলার বাড়িয়ে দলের ভারসাম্য আনা যায়, বাংলাদেশ এখন সেই ভাবনায়।
প্রথম ওয়ানডের আগের দিন শনিবার সংবাদ সম্মেলনে সাকিবের অনুপস্থিতি নিয়ে তামিম ইকবালকে প্রশ্ন করা হয়। বাংলাদেশের ওয়ানডে অধিনায়ককে মনে করিয়ে দেওয়া হয় অলরাউন্ডার সঙ্কটের কথা। বিষয়টা নিয়ে বরাবরের মতোই আক্ষেপ করেন তামিম। অভিজ্ঞ এই ওপেনার জানান, আর দুই-তিন জন ভালো অলরাউন্ডার থাকলে এই বিপদে পড়তে হতো না দলকে।
ওয়েস্ট ইন্ডিজ সফরে ওয়ানডে দলে ছিলেন সাকিব। কিন্তু সিরিজটি থেকে ছুটি নিতে চাইলে বিসিবি তাকে ছুটি দেয়। তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি সুপার লিগের অংশ নয় বলে বিসিবি তার ছুটি মঞ্জুর করে। দীর্ঘ বিরতি কাটিয়ে দলে ফেরা মোহাম্মদ সাইফউদ্দিনকে দলে পাচ্ছে না বাংলাদেশ। ওয়ানডে দলে থাকলেও পুরোপুরি ফিট হয়ে না ওঠায় সফরে যাওয়া হয়নি তার।
ওয়ানডেতে বাংলাদেশ দলে আছেন দুজন অলরাউন্ডার; মেহেদী হাসান মিরাজ ও মোসাদ্দেক হোসেন সৈকত। যদিও এ দুজনকে পুরোদস্তুর অলরাউন্ডার বলার সুযোগ নেই। মিরাজ যেমন ব্যাট হাতে ভরসা হয়ে উঠতে পারেননি, তেমনি মোসাদ্দেককে দিয়ে ১০ ওভারের কোটা পূর্ণ করার পরিকল্পনা করাটা কঠিন বাংলাদেশের জন্য।
আবার মাহমুদউল্লাহ রিয়াদ ও আফিফ হোসেনের গায়েও আছে অলরাউন্ডারের ট্যাগ। যদি তাদেরকে মূলত ব্যাটসম্যানই বিবেচনা করা হয়। কারণ দুজনের একজনও বল হাতে নিয়মিত নন। মাহমুদউল্লাহ মাঝে মাঝে বোলিং করলেও আফিফকে সেভাবে বল হাতে দেখাই যায় না।
সাকিব থাকলে একই সঙ্গে বিশেষজ্ঞ ব্যাটসম্যান ও বোলার পায় বাংলাদেশ। তার অনুপস্থিতিতে দুটি বিভাগেই ভাবতে হয় দলকে। সব মিলিয়ে আরও কয়েকজন ভালো অলরাউন্ডার না থাকার আক্ষেপ তামিমের কণ্ঠে।
বাংলাদেশের ওয়ানডে অধনায়ক বলেন, 'বাংলাদেশে খুব বেশি 'প্রপার' অলরাউন্ডার নেই। এ কারণেই হয়তো বারবার আমাকে এই প্রশ্নের উত্তর দিতে হয়, আপনাদেরও প্রশ্ন করতে হয়। আমাদের যদি ২-৩ জন অলরাউন্ডার থাকতো, যারা ৫০-৫০ বা ৬০-৪০ (ব্যাটে-বলে পারফর্ম করবে), তাহলে এই প্রশ্নগুলো উঠত না।'
১০ জুলাই প্রভিডেন্সে প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচটি বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে। পরের দুটি ম্যাচ ১৩ এবং ১৬ জুলাই একই ভেন্যু ও একই সময়ে শুরু হবে।