একই দলের হয়ে খেলতে পারেন কোহলি-বাবররা

ভারত-পাকিস্তান ম্যাচ মানেই ধুন্ধুমার লড়াই। এই দুই চির প্রতিদ্বন্দ্বীর ম্যাচ নিয়ে আগ্রহের শেষ নেই ক্রিকেটমোদীদের। তবে তাদের মধ্যে আগের মতো করে সেভাবে খেলা হয় না। সিরিজ না খেলায় আইসিসির ইভেন্ট ছাড়া ভারত-পাকিস্তানের মুখোমুখি হওয়ার সুযোগ নেই। তবে এবার দুই দলের ক্রিকেটারদের একসঙ্গে খেলতে দেখা যেতে পারে।
অবাক করার মতো ব্যাপার হলেও এমনই হতে পারে। পরিকল্পনা মতো সবকিছু এগোলে ভারত ও পাকিস্তানের ক্রিকেটাররা একই ড্রেসিং রুম ভাগাভাগি করবেন। দীর্ঘদিন ধরে বন্ধ থাকা আফ্রো-এশিয়া কাপ নামের টুর্নামেন্টে আগামী বছর একই দলের হয়ে খেলতে পারেন বিরাট কোহলি, বাবর আজমরা।
দুটি আসরের পরই থমকে যায় আফ্রো-এশিয়া কাপ। ওয়ানডে ফরম্যাটে ২০০৫ সালে প্রথমবার আয়োজিত হয় আসরটি। ভারত-পাকিস্তানের রাজনৈতিক সম্পর্কের বৈরীতার কারণে ২০০৭ সালের আসরটি আর অনুষ্ঠিত হয়নি। সবশেষ আসরে এশিয়া একাদশের নেতৃত্বে ছিলেন শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক মাহেলা জয়াবর্ধনে।
শ্রীলঙ্কা, ভারত, পাকিস্তান এবং বাংলাদেশের ক্রিকেটার দিয়ে গড়া হয়েছিল এশিয়া একাদশ। আফ্রিকা একাদশ গড়া হয় দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে এবং কেনিয়ার ক্রিকেটারদের নিয়ে। তিন ম্যাচের সিরিজটি এশিয়া একাদশ জেতে ৩-০ ব্যবধানে।
আফ্রো-এশিয়া কাপ নিয়ে দর্শকদের মাঝে বেশ আগ্রহ আছে। যা কাজে লাগাতে আবার এই টুর্নামেন্ট শুরুর কথা ভাবছে এশিয়ান ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা এসিসি। অনেক দিন ধরেই এই আসরটি মাঠে ফেরানো নিয়ে আলোচনা চলছে। আগামী বছর আসরটি আয়োজন করা হতে পারে।
এসিসির সভাপতি জয় শাহ, তিনি বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ারও (বিসিসিআই) সেক্রেটারি। এসিসির পরবর্তী সভায় আফ্রো-এশিয়া কাপ মাঠে গড়ানো নিয়ে ইতিবাচক সিদ্ধান্ত আসবে বলে বৃহস্পতিবার সংবাদ সংস্থা রয়টার্সকে জানিয়েছেন তিনি।
জয় শাহ বলেছেন, 'আমরা এই বিষয়ে কিছু প্রস্তাব দিয়েছি। এটা দারুণ এক টুর্নামেন্ট, যা শুধু রাজস্বই আনবে না, আফ্রিকায় ক্রিকেট বিকাশেও ভূমিকা রাখবে।' বার্মিংহামে আইসিসির বার্ষিক সাধারণ সভার ফাঁকে আসরের ভেন্যু বেছে নেওয়া নিয়ে কাজ করবে এসিসি।