‘সালাহর এই গোল নিয়ে ৫০ বছর পর্যন্ত কথা হবে’

রোববার ম্যানচেস্টার সিটির বিপক্ষে করা মোহামেদ সালাহর দুর্দান্ত গোলটি অর্ধ-শতাব্দী ধরে মনে রাখা হবে বলে আশা প্রকাশ করেছেন লিভারপুল ম্যানেজার ইয়ুর্গেন ক্লপ।
সাদিও মানেকে দিয়ে প্রথম গোলটি করানোর পর ম্যাচের ৭৬তম মিনিটে জোয়াও ক্যান্সেলোকে কাটিয়ে, বার্নার্দো সিলভাকে ভূপাতিত করে এবং আয়মেরিক লাপোর্তসহ সিটির পুরো রক্ষণকে ধোঁকা দিয়ে ডান পায়ে শট করে এডারসনকে পরাস্ত করেন এই মিশরীয়।
উল্লেখ্য, বা পায়ের খেলোয়াড় সালাহ তার অপেক্ষাকৃত দুর্বল পা'টিকে ব্যবহার করে করেছেন এই দুর্দান্ত গোলটি।
ম্যাচশেষে এই গোলের ব্যাপারে ক্লপ বলেন, "বিশ্বের সবচেয়ে সেরা খেলোয়াড়রাই শুধু এরকম গোল করতে পারে। প্রথম টাচ, প্রথম চ্যালেঞ্জ জেতা, এবং তারপর ভিতরে ঢুকে ডান পায়ে শট নিয়ে এভাবে ফিনিশ করাটা; খুবই অসাধারণ।
"এই ক্লাব সাধারণত কোনো কিছু ভুলে যায় না। মানুষ এই গোল নিয়ে অনেক অনেক দিন পর্যন্ত কথা বলে যাবে। ৫০, ৬০ বছর পর্যন্ত এই গোল নিয়ে কথা হবে।"
বর্তমানে টানা সাত ম্যাচ ধরে লিভারপুলের হয়ে গোলের ধারা অব্যাহত রাখা সালাহ তার বল জালে জড়ানোর দক্ষতার জন্য আরও কৃতিত্বের দাবিদার বলে করেন ক্লপ।
"যদি লিও মেসি বা ক্রিশ্চিয়ানো রোনালদো এমন কোনো গোল দিতো, তাহলে পুরো বিশ্ব বলতো, হ্যাঁ এটা বিশ্বমানের। সে (সালাহ) বিশ্বের সেরা খেলোয়াড়দের একজন, এ নিয়ে কোনো সন্দেহ নেই," যোগ করেন ক্লপ।
সালাহ নিজে অবশ্য গোলের ব্যাপারে তেমন কিছু মনে রাখেননি। ম্যাচশেষে এই দুর্দান্ত গোলের ব্যাপারে তার অভিমত জিজ্ঞেস করা হলে তিনি বলেন, "আমার আসলে দেখতে হবে গোলটা। আমার হালকা মনে আছে। যদি ম্যাচটা জিততে পারতাম, তাহলে গোলটা অনেক স্পেশাল হতো। কিন্তু কিছু করার নেই, এটাই ফলাফল। আমার মনে হয় এটি একটি ভালো গোল, এরচেয়ে বেশি কিছু বলার নেই আমার।"
সালাহ এক গোল ও এক এসিস্টের পরও রোববার ম্যান সিটির বিপক্ষে লিগের ম্যাচে ২-২ ব্যবধানে ড্র করেছে লিভারপুল।