‘সাকিব আমাকে বলছে, আমাদের ভালো সুযোগ আছে এবার’

জিম্বাবুয়ে সফর থেকে শুরু, এরপর টি-টোয়েন্টিতে বাংলাদেশের জয়রথ ছুটে চলেছে। সংক্ষিপ্ততম এই ফরম্যাটে স্বপ্নের ছন্দে ছিল বাংলাদেশ। ১৩ ম্যাচের ৯টিতে জেতাসহ টানা তিনটি সিরিজে জিতেছে মাহমুদউল্লাহ রিয়াদের দল। ঘরের মাটিতে অস্ট্রেলিয়ার পর নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জেতার পথে র্যাঙ্কিংয়েও এগিয়েছে বাংলাদেশ।
অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টিতে বাংলাদেশের কোনো জয়-ই ছিল না, তাদের বিপক্ষেই সিরিজ জয় নিশ্চয়ই দল বাংলাদেশের বড় অর্জন। সব মিলিয়ে মধুর সময়ই কেটেছে দলের। এরপরও দলের বিশ্বকাপ প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট নন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তার মতে, যে পরিকল্পনা ছিল, সেটার বাস্তবায়ন হয়নি।
সিরিজের পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে বাংলাদেশের হারের পর বিসিবি সভাপতি বলেন, 'টি-টোয়েন্টিতে যেভাবে খেলার কথা ছিল, সেভাবে হয়নি। টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে আমাদের যে পরিকল্পনা, তা ঠিকঠাক করতে পারিনি। দেড়টা বছর আসলে আমাদের যা যা পরিকল্পনা মাথায় ছিল, সত্যি বলতে সেটা আমরা করতে পারিনি।'
`অনেক দেশ কিন্তু করতে পেরেছে। একটা সমস্যা ছিল, আমাদের দেশে কাউকে আনা কিংবা অন্য দেশে গিয়ে আমাদের খেলা। এগুলো নিয়ে একটু সমস্যা ছিল। প্রথম এক বছর তো গেছে শঙ্কায়, খেলাধুলা নিয়ে কিছুই ছিল না। একটা লম্বা সময় বিরতি ছিল। আমি বলব না যে প্রস্তুতি খুব একটা ভালো হয়েছে। পরিকল্পনা অনুযায়ী হয়নি।' যোগ করেন তিনি।
প্রস্তুতিতে সন্তুষ্ট না হলেও দলের সেরা ক্রিকেটার সাকিব আল হাসানের কথা স্বপ্ন দেখাচ্ছে বিসিবি সভাপতিকে। নাজমুল হাসান জানান, সাকিবের সঙ্গে তার কথা হয়েছে বিশ্বকাপে দলের সম্ভাবনা নিয়ে। সাকিব তাকে জানিয়েছেন, এবার ভালো সুযোগ আছে বাংলাদেশের। শেষ ম্যাচে খেলেননি সাকিব। এদিন প্রেসিডেন্ট বক্সে নাজমুল হাসানের সঙ্গে আলাপ করতে দেখা গেছে সাকিবকে।
বিসিবি সভাপতি বলেন, 'পরিকল্পনা অনুযায়ী হয়নি। তারপরও যতটুকু করতে পেরেছি, আমি মনে করি কিছুটা করতে পেরেছি এবং সেটা ভালোভাবে করেছি। সাকিব আমাকে বলছে আমাদের ভালো সুযোগ আছে এবার। সাকিবের মতো খেলোয়াড় যখন বলে, এবার ভালো সুযোগ আছে; তার মানে দলের উপরও তার আত্মবিশ্বাস আছে। যেটা খুবই গুরুত্বপূর্ণ।'