‘শ্রীলঙ্কায় জিতব’ বলার সাহস হচ্ছে না মুমিনুলের!
শ্রীলঙ্কা সফরের আগের দিন মিরপুর একাডেমি ভবনের সামনে সংবাদ সম্মেলনে এলেন মুমিনুল হক। বাংলাদেশের টেস্ট অধিনায়ককে প্রশ্ন করা হলো শ্রীলঙ্কা সফরে বাংলাদেশের সম্ভাবনা নিয়ে, বাস্তবসম্মত প্রত্যাশা নিয়ে। জবাবে মুমিনুল যে উত্তর দিলেন, তা রীতিমতো ২০০০ সালের দিকের বাংলাদেশ দলের কথা মনে করিয়ে দিলো।
তখন ভালো ক্রিকেট খেলে সম্মানজনক হার মিললেও খুশি থাকতো বাংলাদেশ। এরপর অনেক সময় পেরিয়েছে, বদলেছে দৃশ্যপট। ওয়ানডে, টি-টোয়েন্টির পর টেস্টেও বলার মতো সাফল্য ঝুলিতে জমা হয়েছে বাংলাদেশের। কিন্তু এতদিন পরে এসেও মুমিনুল বলছেন, ভালো খেললে ড্র হতে পারে, জেতাও সম্ভব।
প্রায় ১৩ মিনিটের সংবাদ সম্মেলনে মুমিনুল একবারও বলেননি 'শ্রীলঙ্কায় জিতবো বা জিততে চাই।' জয়ের ব্যাপারে দুবার প্রশ্ন করা হলেও তার মুখে শোনা গেলে কেবলই ভালো ক্রিকেট খেলার কথা। যেখানে আছে যদি, কিন্তুর হিসাবও।
শ্রীলঙ্কা সফরে জয়ের ব্যাপারে কতোটা আশাবাদী? এমন প্রশ্নের উত্তরে মুমিনুল বলেন, 'ফলাফল পেছনে যা হয়েছে সেটা গেছে, ভবিষ্যৎ আপনি বলতে পারবেন না। বর্তমান দিনে আমরা যে পাঁচ দিন টেস্ট খেলব; প্রতিটা দিন, প্রতিটা সেশন যদি আমরা জিততে পারি, ভালো খেলতে পারি, তাহলে ফলাফল আমাদের দিকে আসবে।'
'যদি খারাপ করি ফলাফলও আমাদের বিপক্ষে যাবে। তাই আগে থেকে বলে দেওয়া কঠিন কীভাবে হবে। আমার কাছে মনে হয় আমরা যদি একটা নির্দিষ্ট দিন ভেবে ভালো প্রস্তুতি নিয়ে টেস্ট ম্যাচ খেলতে পারি ড্রও হতে পারি আবার ম্যাচ জিততেও পারি। আমার কাছে মনে হয় খুব ভালো ক্রিকেট হবে এবং চ্যালেঞ্জিং হবে।' যোগ করেন মুমিনুল।
বাংলাদেশ দল যে মানসিক শক্তির দিক থেকে ভালো অবস্থায় নেই, সেটা না বললেও হচ্ছে। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের 'দ্বিতীয় সারির' দলের বিপক্ষে ২টি টেস্ট হেরেছে বাংলাদেশ। নিউজিল্যান্ডে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজেও বলার মতো কিছু করতে পারেননি বাংলাদেশের ক্রিকেটাররা।
উল্টো সঙ্গী হয়েছে টানা হারের পাশাপাশি প্রতি ম্যাচেই ক্যাচ আর ফিল্ডিং মিসের হতাশা। সব মিলিয়ে অবস্থাটা এখন এমন যে, শ্রীলঙ্কার বিপক্ষে লড়াই করতে পারলেই যেন বাঁচে বাংলাদেশ। যেখানে নেই জয়-পরাজয়ের হিসাব নিকাশ!