‘রোজা কখনও অজুহাত হতে পারে না’
করোনাভাইরাসের প্রকোপে থমকে গেছে পুরো বিশ্ব। বন্ধ হয়ে গেছে বৈশ্বিক সব খেলা। বাংলাদেশেও একই চিত্র। সব ধরনের খেলা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। সব খেলার মতো ক্রিকেটাররাও ঘরবন্দি অবস্থায়। বাইরে গিয়ে যে অনুশীলন করবেন, সেটারও সুযোগ নেই। কঠিন এই অবস্থার মাঝেই শুরু হয়েছে রমজান মাস।
স্বভাবতই রোজা রেখে অনুশীলন বা ম্যাচ খেলা কঠিন। কিন্তু মুশফিকুর রহিম বলছেন, অনুশীলন চালিয়ে যাওয়ার ক্ষেত্রে রোজা কখনও অজুহাত হতে পারে না। সেটার প্রমাণও দিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অভিজ্ঞ উইকেটরক্ষক এই ব্যাটসম্যান।
২৫ এপ্রিল ছিল রমজান মাসের প্রথম দিন। মুসলিম ধর্মাবলম্বীরা এদিন থেকে রোজা রাখা শুরু করেছেন। মুশফিকও রোজা রেখেছেন। কিন্তু অনুশীলন থামেনি তার। রোজা রেখেই বাসায় ফিটনেসের কাজ করে গেছেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড অফিসিয়াল পেজে একটি ভিডিও পোস্ট করেছেন মুশফিক। যে ভিডিওতে ফিটনেসের বিভিন্ন কাজ করতে দেখা যায় মুশফিককে।
ভিডিওটি পোস্ট মুশফিক লিখেছেন, 'রোজা কখনও অজুহাত হতে পারে না। আলহামদুলিল্লাহ, রোজা ও কঠোর পরিশ্রম দুটোই চালিয়ে যাচ্ছি। সুস্থ থাকুন, ঘরে থাকুন এবং একে অন্যের জন্য দোয়া করুন।'
রোজা রেখে অনুশীলনের ঘটনা মুশফিকের বেলায় এটাই প্রথম নয়। রমজান মাসে অনুশীলন বা খেলা থাকলে রোজা রেখেই সব কাজ চালিয়ে যান তিনি। রোজা রেখে ম্যাচ খেলার ইস্যুতে বাংলাদেশের সাবেক কোচ চান্দিকা হাতুরুসিংহের সঙ্গে বিবাদে পর্যন্ত জড়িয়েছেন মুশফিক।
গত বছর আয়ারল্যান্ড সিরিজ ও বিশ্বকাপেও রোজা রেখে খেলেন তিনি। রজমান মাস শেষ হয়ে যাওয়ায় বিশ্বকাপে শুধু পাকিস্তানের বিপক্ষে ম্যাচটি রোজা রেখে খেলেননি মুশফিক।
জাতীয় দলের আরও কয়েকজন ক্রিকেটার রোজা রেখে ম্যাচ খেলেন। আয়ারল্যান্ড সিরিজ ও বিশ্বকাপে মুশফিক ছাড়াও মাহমুদউল্লাহ রিয়াদ ও মেহেদী হাসান মিরাজ রোজা রেখে ম্যাচ খেলেছেন।