‘মানুষের মুখ বন্ধ করতে পারবেন না, নিজের কান বন্ধ করতে হবে’
টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে শুরু, এরপর কেবলই ব্যর্থতার গল্প। সুপার টুয়েলভে টানা পাঁচ হেরে শূন্য হাতে বাড়ি ফেরে বাংলাদেশ। ঘরের মাঠেও বদলায়নি ভাগ্য। পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে হোয়াইওয়াশ হয় বাংলাদেশ। বিশ্বকাপ থেকেই বাংলাদেশ দলকে নিয়ে সমালোচনা, পাকিস্তানের বিপক্ষে সিরিজ হারের পর তা আরও বেড়েছে।
সমালোচনায় দল যখন কোণঠাসা, তখন টেস্টের লড়াই শুরু হচ্ছে। ভিন্ন ফরম্যাট হলেও সমালোচনাটা বাংলাদেশ দলকে নিয়েই। যদিও এ নিয়ে চিন্তিত নন বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুমিনুল হক। সমালোচনা কানে না নিয়ে নিজেদের কাজে মন লাগাতে চান তিনি। সমালোচকদের মুখ বন্ধ করা যাবে না বলে নিজেদের কানই বন্ধ রাখতে বলছেন মুমিনুল।
এ জন্য অধিনায়ক হিসেবে কিছু দায়িত্বও পালন করতে হচ্ছে মুমিনুলকে। টানা হারে ঝিমিয়ে পড়া দলকে সতেজ রাখতে নেতার ভূমিকা পালন করতে হচ্ছে তাকে। ক্রিকেটারদের পাশে দাঁড়িয়ে দিতে হচ্ছে অনুপ্রেরণা।
কীভাবে করছেন মুমিনুল সেই কাজ? এই প্রশ্নের জবাবে আগের দিন আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে বাংলাদেশের টেস্ট অধিনায়ক বলেন, 'বাংলাদেশ দল কিন্তু এমন নয়। এ রকম আরও হয়েছে। আমরা সেখান থেকে বের হয়েছি। মানসিকভাবে সবাই এই সময়ে খুব দুর্বল হয়ে পড়ে। কেননা আমরা বাইরের কথা অনেক বেশি নিয়ে নিই। আমি চেষ্টা করি বাইরের কথায় কান না দিয়ে নিজের কাজে ফোকাস করা '
সমালোচনা হবেই, মুমিনুলের পরামর্শ সেসব কানে না তোলা। তিনি বলেন, 'নিজেদের ব্যাক করার জন্য নিজেদের নিয়েই কাজ করা উচিত। এখন সবাই নিজের কাজের ওপর ফোকাস করছে। বাইরের মানুষের মুখ আপনি বন্ধ করতে পারবেন না। আমার মনে হয় আপনার নিজের কানটা বন্ধ করতে হবে।'
সমালোচকদের কথা কানে না তুললেও পাকিস্তানের বিপক্ষে লড়াইয়ের ব্যাপারটি মাথায় রাখতে হচ্ছে মুমিনুলকে। বাবর আজমের দলটির বিপক্ষে যে তাদের জন্য বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে, সেটা সহজেই বুঝতে পারছেন তিনি, 'ওরা অনেক এগিয়ে, আমার মনে হয় চ্যালেঞ্জিং খেলা হবে।'