‘বার্সা ছাড়ার খবরে আমার পুরো পরিবার কেঁদেছে’
অনেক দেন-দরবার, যুক্তির মার-প্যাঁচের খেলার পর সিদ্ধান্ত এসেছে। লিওনেল মেসি জানিয়েছেন, আরও এক মৌসুম বার্সেলোনাতে থাকছেন তিনি। চুক্তির মেয়াদ পূর্ণ করতে এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন আর্জেন্টাইন এই ফুটবল জাদুকর।
৭০০ মিলিয়ন ইউরোর রিলিজ ক্লজ মেসির বার্সা ছাড়ার পথে প্রধান ও একমাত্র বাধা হয়ে দাঁড়িয়েছিল। বার্সেলোনা সাফ জানিয়ে দেয়, ক্লাব ছাড়তে হলে মেসিকে রিলিজ ক্লজের পুরো অর্থ পরিশোধ করতে হবে। মেসিকে দলে নিতে চাওয়া ক্লাবগুলোর কাছে যা বিশাল অঙ্ক।
মনের বিরুদ্ধেই তাই বার্সায় আরও এক মৌসুম থাকতে হচ্ছে মেসিকে। তবে বার্সা ছাড়ার সিদ্ধান্ত নেওয়াটা কতটা কঠিন ছিল, সেটা উঠে এসেছে গোল ডটকমকে দেওয়া মেসির সাক্ষাৎকারে। তার বার্সা ছাড়ার খবরে পরিবারে রীতিমতো মাতম নেমে আসে।
'আমি বার্সা ছাড়ছি', এমন খবর দিতেই মেসির পরিবারের সবাই কাঁদতে শুরু করে। মেসি বলেছেন, 'আমি যখন বার্সা ছাড়ার কথা আমার স্ত্রী ও সন্তানদের জানাই, এমন একটা অবস্থা তৈরি হয়, যা ছিল নাটকের নির্মম দৃশ্যের মতো।'
'আমার পুরো পরিবার কাঁদতে শুরু করে। আমার সন্তানরা বার্সেলোনা ছাড়তে চায় না। এমনকি তারা স্কুলও পরিবর্তন করার বিপক্ষে।' যোগ করেন মেসি।
মেসির বড় ছেলে থিয়াগো টেলিভিশনে বাবার বার্সা ছাড়ার খবর দেখে। দেখেই বাবার কাছে ছুটে আসে এবং প্রশ্ন করতে থাকে। মেসি বলেন, 'আমাদের যে বার্সা ছাড়তে হবে, নতুন স্কুল হবে বা নতুন বন্ধু বানাতে হবে; এ ব্যাপারে ও জানুক, আমি সেটা চাইনি। সে কাঁদতে কাঁদতে আমাকে বলে, 'আমরা না যাই'। আমি আবারও বলছি, সত্যিই কঠিন ছিল।'
১৩ বছর বয়সে বার্সার হয়ে পথচলা শুরু। এই ক্লাবটিই মেসিকে বিশ্বসেরা হওয়ার পথ তৈরি করে দিয়েছে। যে কারণে ক্লাবের প্রতি ভালোবাসার কমতি নেই মেসির। কাতালান ক্লাবটিকে কতোটা ভালোবাসেন, সেটাও জানিয়েছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড।
মেসি বলেন, 'আমি বার্সেলোনাক ভালোবাসি এবং এখানকার চেয়ে সেরা জায়গা কোথাও খুঁজে পাব না। তবু আমার সিদ্ধান্ত নেওয়ার অধিকার রয়েছে। আমি নতুন লক্ষ্য নিয়ে নতুন চ্যালেঞ্জ নিতে চেয়েছিলাম। ভবিষ্যতে এখানেই ফিরে আসতাম, কারণ বার্সেলোনাতেই আমার সবকিছু।'
বার্সা ছাড়তে শেষপর্যন্ত আদালতে যেতে পারতেন মেসি। সেটা হলে মেসিরই জয় হতে পারতো। কিন্তু নতুন জীবন দেওয়া ক্লাবকে আদালতে নিতে চাননি তিনি। রেকর্ড ছয়টি ব্যালন ডি'অর জয়ী এই ফুটবলার বলেন, 'কখনোই আমি বার্সার বিরুদ্ধে আদালতে যাব না। কারণ এই ক্লাবকে আমি ভালোবাসি এবং এই ক্লাবই আমাকে সবকিছু দিয়েছে। আমি এখানেই আমার জীবন গড়েছি।'
গত ২৫ আগস্ট ফ্যাক্সের মাধ্যমে দল ছাড়ার কথা বার্সেলোনাকে জানান মেসি। তখন থেকেই মেসিকে ধরে রাখতে সব ধরনের চেষ্টা করে আসছিল বার্সা। মেসি বার্সায় ছাড়তে অনড় থাকায় তার বাবা ও এজেন্ট হোর্হে মেসির সঙ্গে আলোচনায় বসেন কাতালান ক্লাবটির সভাপতি জোসেপ মারিয়া বার্তোমেউ। এর পরের দিন বার্সায় থেকে যাওয়ার ঘোষণা দিলেন মেসি।