‘কাউকে ছাড়া চলবে না, এমন নয়’, সাকিব প্রসঙ্গে পাপন

জাতীয় দলের নতুন কেন্দ্রীয় চুক্তি এখনও চূড়ান্ত হয়নি। তবে চুক্তির ধরনে যে পরিবর্তন আসছে, সেটা জানিয়ে দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের(বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। নতুন চুক্তির আগে ক্রিকেটারদের সঙ্গে কথা বলা হবে, জানতে চাওয়া হবে তারা কোন কোন ফরম্যাটে খেলতে আগ্রহী। এরপর চুক্তি অনুযায়ী দলের হয়ে খেলতে হবে ক্রিকেটারদের।
জাতীয় দলের ম্যাচ থাকলে অন্য কোথাও গিয়ে খেলার অনুমতি পাবেন না চুক্তিবদ্ধ ক্রিকেটার। আগামী এপ্রিলে শ্রীলঙ্কা সফরে বাংলাদেশের হয়ে টেস্ট খেলার বদলে আইপিএলকে বেছে নিয়েছেন সাকিব আল হাসান। সাকিবের এমন সিদ্ধান্তই চুক্তির ব্যাপারে নতুন করে ভাবতে বাধ্য করেছে বলে জানিয়েছেন বিসিবি সভাপতি।
তিনি আরও জানিয়েছেন, কেউ খেলতে না চাইলে তাকে জোর করে খেলানো হবে না। এ কারণেই ক্রিকেটারদের সঙ্গে কথা বলে নতুন কেন্দ্রীয় চুক্তি করা হবে। দলের দুঃসময়ে সাকিব ছুটি চাওয়ায় মন খারাপ করা বিসিবি সভাপতি কড়া ভাষায়ই জানালেন, কাউকে ছাড়া দল চলবে না, এমন নয়। কেউ-ই দলের অপরিহার্য অংশ নন।
দল গঠনের ক্ষেত্রে ক্রিকেটারদের কাছে জিম্মি হয়ে পড়তে হচ্ছে কিনা, এমন প্রশ্নের জবাবে নাজমুল হাসান বলেন, 'এটা একেবারে অস্বীকার করার পথ নেই। এটা এর আগেও যে হয়নি, তা নয়। তবে এখন আমাদের চিন্তা খুব পরিষ্কার। কাউকে জোর করে কোথাও পাঠাব না। কাউকে ছাড়া চলবে না, এমন নয়। কেউ-ই দলের অপরিহার্য অংশ নয়। আমরা চাই সবাই খেলুক। তবে কারও যদি জাতীয় দলের চেয়ে অন্য কোথাও খেলতে ভালো লাগে, তারা যেতে পারে, কোনো বাধা নেই। এই বার্তাটা সবার জন্য, কেবল সাকিব আল হাসানের জন্য না।'
কেন্দ্রীয় চুক্তির নিয়মে পরিবর্তন আনার বিষয়ে বিসিবি সভাপতি বলেন, 'আমরা আজ এই ব্যাপারেও আলোচনা করেছি, আমরা ক্রিকেটারদের সাথে একটা চুক্তি তৈরি করব। আমরা এখনও কোনো চুক্তি করিনি। কেন্দ্রীয় চুক্তিতে আরও নতুন কিছু জিনিস যুক্ত হবে। ওখানে পরিস্কারভাবে লেখা থাকবে যে, কে কোন ফরম্যাট খেলতে চায়। এটাও জানাতে হবে তাদের যদি ওই সময়ে অন্য কোনো খেলা থাকে, তাহলে সেখানে খেলবে নাকি দেশের হয়ে খেলবে।'
'এই চুক্তিতে যারা সই করবে তাদের তো আমরা তখন যেতে দেব না। এখন ব্যাপারটা উন্মুক্ত। আগে এটা ছিল মৌখিকভাবে, এখন আমরা কাগজে কলমে লিখিত নিয়ে নিব। কারও বলার কিছু থাকবে না যে, অনুমতি দিলো না, জোর করে যাচ্ছে- এসব বলার কিছু থাকবে না। এটা সুস্পষ্ট ব্যাপার, যে খেলবে না, সে খেলবে না।' যোগ করেন বিসিবি সভাপতি।