‘করোনা পরীক্ষা অস্বস্তিকর’
শ্রীলঙ্কা সফরকে সামনে রেখে তিন দফায় ক্রিকেটারদের করোনা পরীক্ষার পরিকল্পনা ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। পরে বাড়তি হিসেবে আরও একটি পরীক্ষা যোগ করা হয়। গত ৬ সেপ্টেম্বর প্রথম পরীক্ষার নমুনা সংগ্রহ করা হয়। এরপর ১৮ ও ২৩ সেপ্টেম্বর পর্যায়ক্রমে আরও দুটি পরীক্ষার নমুনা সংগ্রহ করা হয়। এতোবার নমুনা দিতে দিতে অনেক ক্রিকেটারই অস্বস্তিবোধ করছেন।
জাতীয় দলের বাঁহাতি ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত তো বলেই দিলেন অস্বস্তির কথা। দুই দিন পর পর করোনা পরীক্ষার নমুনা দেওয়াটা তার জন্য স্বাভাবিক নয় বলে জানিয়েছেন তিনি। নাকের ভেতর কিট দেওয়ার ব্যাপারটি বেশি অস্বস্তি দিচ্ছে শান্তকে। পাশাপাশি বন্দি অবস্থায় থাকতে থাকতেও ক্লান্ত বাঁহাতি এই ব্যাটসম্যান।
অস্বস্তি কাজ করলেও করোনা পরীক্ষার জন্য আরও একবার নমুনা দিতে হবে ক্রিকেটারদের। সফর নিশ্চিত হলে শ্রীলঙ্কার উদ্দেশে রওনা দেওয়ার ৭২ ঘণ্টা আগে চতুর্থ ও শেষ পরীক্ষার জন্য ক্রিকেটারদের নমুনা সংগ্রহ করবে বিসিবি।
বৃহস্পতিবার অনুশীলন শেষে শান্ত বলেন, 'এটা অনেক কঠিন। দুই দিন পরপর করোনা টেস্ট, একটু অস্বস্তিকর লাগে। নাকের ভেতর কিট দেওয়া, পরীক্ষা করা, এ জিনিসটা আমার জন্য অস্বস্তিকর। আর কোয়ারেন্টিনে থাকতে কারোরই ভালো লাগে না। এতো নিরাপত্তার মধ্যে থাকা ভালো অনুভব করি না।'
'কিন্তু আস্তে আস্তে সবাই মানিয়ে নিচ্ছে এবং এভাবেই অনুশীলন করতে হবে, খেলাধুলা করতে হবে। মানসিকভাবে এভাবে ধরে নিয়েছি। ধীরে ধীরে উপভোগ করছি।' যোগ করেন বাংলাদেশের হয়ে ৪ টেস্ট, ৫ ওয়ানডে ও ২টি টি-টোয়েন্টি খেলা এই ক্রিকেটার।
জৈব সুরক্ষা বলয়ের মতো পরিবেশে অনুশীলন করা, পুরনো ছন্দ ফিরিয়ে আনাটা কঠিন বলে মনে করেন শান্ত। বাংলাদেশ ব্যাটসম্যান বলেন, 'আমার মনে হয় প্রত্যেকটা ক্রিকেটারের জন্য অবশ্যই কঠিন। এখন মাঠে এসে সবাই মিলে প্রস্তুতি নিচ্ছে, নেটে ব্যাটিং করছে। মানসিকভাবে ইতিবাচক থাকতে হবে। আমি ইতিবাচক আছিও, এভাবে শুরু করতে পারলে আবারও আগের ছন্দ ফিরে পাব। কিন্তু অবশ্যই কঠিন, তাই এটাই চেষ্টা করছি যে, যখনই অনুশীলন করি, আগের ছন্দটা ফিরিয়ে আনার।'
টেস্টে তিন নম্বর জায়গায় শান্তকে বিবেচনা করা হয়। শেষ তিনটি ইনিংসে ব্যাট হাতে সফলও তিনি। যথাক্রমে করেছেন ৪৪, ৩৮ ও ৭১। এই ধারাবাহিকতাতেই থাকতে চান তিনি, খেলতে চান বড় ইনিংস, 'শেষ দুই-তিনটা ইনিংস ভালো ব্যাটিং হয়েছে। আমার প্রথম লক্ষ্য ইনিংসগুলো বড় করা। আর যেন নিয়মিত পারফরম্যান্স করতে পারি। আমার ব্যাটিংয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হলো সেট হওয়া ইনিংসগুলো যেন বড় করতে পারি।'