‘এভাবে চলতে দেওয়া যায় না, সবার কাছে জবাবদিহি চাইব’

ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণার পর বাংলাদেশের ক্রিকেটাঙ্গনে হইচই পড়ে গিয়েছিল। নিয়মিত ১২ জন ক্রিকেটারকে ছাড়াই টেস্ট এবং ওয়ানডে দল গঠন করায় হু-হুতাশ চলছিল। বাংলাদেশের ক্রিকেটাররা পর্যন্ত হতাশার কথা জানিয়েছিলেন। টেস্ট সিরিজ শেষেও বাংলাদেশে দলের সবাই হতাশ। তবে এই হতাশা প্রতিপক্ষের দল নিয়ে নয়, হোয়াইটওয়াশ হওয়ার।
ওয়ানডেতে ক্যারিবীয়দের ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করার পর টেস্টেও একই রকম ফলে দৃষ্টি ছিল বাংলাদেশের। করোনা পরবর্তীকালে নতুন শুরুটা রাঙানো ও আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ১২০ পয়েন্ট অর্জন ছিল বাংলাদেশের মূল লক্ষ্য। কিন্তু হলো ঠিক উল্টোটা। দারুণ ক্রিকেট খেলে বাংলাদেশকে হোয়াইটওয়াশের অস্বস্তিতে ফেলল ক্যারিবীয়রা।
চট্টগ্রাম টেস্টে ঐতিহাসিক জয় পাওয়া উইন্ডিজ ঢাকা টেস্টেও ১৭ রানের রোমাঞ্চকর জয় তুলে নিয়েছে। দলের এই দশা দেখে চটেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। বাংলাদেশ দলের পুরো প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। তার মতে, এভাবে আর চলতে দেওয়া যাবে না। কেন এমন হলো, এটা জানতে সবার কাছে জবাবদিহি চাইবেন বিসিবি সভাপতি।
ঢাকা টেস্টের পর সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন নাজমুল হাসান। টিম ম্যানেজমেন্টের অসঙ্গতির কথা উল্লেখ করে ক্ষিপ্ত নাজমুল হাসান বলেন, 'সমাধান খুবই সহজ, সমাধান হবে। এভাবে চলতে দেয়া যায় না। আমি আফগানিস্তান ম্যাচের পরে বেশি কিছু বলতে চাইনি। কিন্তু আজ আপনাদেরকে আমি বললাম, এটা অবশ্যই পরিবর্তন করতে হবে। সেটা যেভাবেই হোক।'
আগের মতো করেই বিসিবি সভাপতি অভিযোগের সুরে জানিয়েছেন, তাকে যেভাবে জনানো হয়েছে, একাদশ সেভাবে সাজানো হয়নি। চট্টগ্রাম টেস্টে বিসিবি সভাপতিকে দুই পেসার খেলানোর বলা হলেও একাদশে রাখা হয় একজন পেসারকে। ঢাকা টেস্টেও তেমনই হয়েছে। কোচ ও অধিনায়ক মিলেই সব সিদ্ধান্ত নিচ্ছেন বলে জানান তিনি। তবে দলের এমন হতশ্রী অবস্থার কারণে শুধু কোচ, অধিনায়ক নন, পুরো দলের কাছে জবাবদিহি চাইবেন নাজমুল হাসান।
বিসিবি সভাপতি বলেন, 'স্কোয়াডে পাঁচটা পেসার আছে। কেন খেলছে না? চট্টগ্রামে খেলার কথা ছিল, খেলেনি। এখানেও অন্তত দুজন খেলবে বলে আমাকে নিশ্চিত করেছে। কিন্তু খেলেনি কেন? আমাকে তো বলা হচ্ছে খেলবে। পরে তো দেখি নামছে না। অধিনায়ক ও কোচ সিদ্ধান্ত নিচ্ছে, আমরা কেউ নেই এখানে। অবশ্যই জবাবদীহি চাইব সবার কাছে। শুধু অধিনায়ক আর কোচ নয়, সবার কাছে চাইব।'