‘আমি নিশ্চিত আফগান ক্রিকেটকে সমর্থন দেবে তালেবান’

আফগানিস্তানের অবস্থা ক্রমেই খারাপের দিকে যাচ্ছে। তালেবান হামলার মুখে অনেকগুলো প্রাদেশিক রাজধানী অকার্যকর হয়ে পড়েছে। রাজধানী কাবুলের চারপাশ ঘিরে ফেলেছে তারা। প্রতিদিনই হচ্ছে প্রাণহানি। জীবন বাঁচাতে ও নিরাপদ আশ্রয়ের সন্ধানে ঘর-বাড়ি ফেলে দেশ ছাড়ছে হাজারও মানুষ।
পুরো আফগানিস্তান জুড়েই নৈরাজ্য। এমন অবস্থায় দেশটির খেলাধুলার ভবিষ্যত প্রশ্নের মুখে পড়ে গেছে। আফগানদের গর্বের জায়গা ক্রিকেট, এই ক্রিকেটের ভবিষ্যতও এখন অন্ধকারে। এরই মধ্যে বেশ কয়েকটি ক্রিকেট স্টেডিয়াম তালেবানরা দখলে নিয়ে নিয়েছে। যেকোনো সময়ে আরও কয়েকটি স্টেডিয়াম তালেবানের দখলে চলে যাবে।
এমন অবস্থায় প্রশ্ন উঠছে, কী হবে আফগান ক্রিকেটের? ক্রিকেটের সঙ্গে কোনো বিরোধ নেই বলে তালেবানের এক শীর্ষ নেতা মন্তব্য করলেও এই প্রশ্নের উত্তর এখনই মিলছে না। তবে আফগানিস্তান ক্রিকেট দলের সাবেক কোচ লালচাঁদ রাজপুত আশাবাদী, দেশের ক্রিকেটকে সমর্থন দেবে তালেবান।
আফগানিস্তানের বর্তমান অবস্থায় বাকি সবার মতো মর্মাহত রাজপুতও। ভারতের সাবেক ওপেনার বলেন, 'টেলিভিশনে আফগানিস্তানের ভিডিও ও ছবি দেখাটা সত্যিই ভয়ঙ্কর। কিছু ভিডিও আপনাকে সত্যিই এলেমেলো করে দেবে।'
২০১৬ থেকে ২০১৭ সাল পর্যন্ত আফগানিস্তানের প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন রাজপুত। তার তত্ত্বাবধানে সংক্ষিপ্ত ফরম্যাটে ১০ ম্যাচের ৬টিতে জেতে আফগানিস্তান। তার কোচিং আমলেই আফগানিস্তান টেস্ট মর্যাদা পায়। সব মিলিয়ে আফগান ক্রিকেটের উন্নতি খুব কাছ থেকেই দেখেছেন বর্তমানে জিম্বাবুয়ে ক্রিকেট দলের কোচের দায়িত্বে থাকা রাজপুত।
তার আশা, আফগান ক্রিকেটকে ধ্বংস করবে না তালেবান। রাজপুত বলেন, 'আমি নিশ্চিত আফগানিস্তানের সবচেয়ে বড় খেলা হিসেবে ক্রিকেটকে সমর্থন দেবে তালেবান। ক্রিকেট আফগানদের জীবনের সুখের অন্যতম অংশ। আমি তাদের অনেক ক্রিকেটারের সঙ্গেই যোগাযোগ রাখছি, আজ কয়েক জনের সঙ্গে কথা হয়েছে আমার। তারা আশাবাদী যে, ক্রিকেট ক্ষতিগ্রস্ত হবে না।'
ক্রিকেটের সঙ্গে কোনো বিরোধ নেই বলে এর আগে বক্তব্য দিয়েছেন তালেবানদের এক শীর্ষ নেতা। তিনি জানিয়েছেন, আফগানিস্তানে ক্রিকেট তারাই এনেছিলেন। পাকিস্তানের একটি সংবাদমাধ্যমকে তিনি বলেন, 'আমরা ক্রিকেটের বিপক্ষে নই, আমরা ক্রিকেটের আরও উন্নতি করব। আফগানিস্তানে আমরাই ক্রিকেট এনেছিলাম, এটা ভুলে গেলে চলবে না।'