৮ বছর নিষিদ্ধ সাবেক লঙ্কান অলরাউন্ডার
শ্রীলঙ্কার সাবেক অলরাউন্ডার দিলহারা লোকুহেতিগেকে সব ধরনের ক্রিকেট থেকে ৮ বছরের জন্য নিষিদ্ধ করেছে আইসিসি। বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটির দুর্নীতি বিরোধী আইন ভাঙার দায়ে তাকে এই শাস্তি দেওয়া হয়েছে। সোমবার নিজেদের ওয়েবসাইটে নিষেধাজ্ঞার খবরটি জানায় আইসিসি।
লোকুহেতিগের বিরুদ্ধে ২০১৯ সালে আইসিসির দুর্নীতি বিরোধী আইনের তিনটি ধারা ভাঙার অভিযোগ আনা হয়। প্রথম ধারাটি ম্যাচ পাতানোর চেষ্টা বা নিয়ম বহির্ভূতভাবে ম্যাচের ফল প্রভাবিত করার চেষ্টা করা।
দ্বিতীয় ধারাটি দুর্নীতি বিরোধী আইন ভাঙার নেপথ্যে কাজ করা কিংবা ভাঙতে অন্যকে সরাসরি বা পরোক্ষভাবে কাজ করা। তৃতীয় ধারাটি অন্যায় প্রস্তাব পেয়েও আইসিসির দুর্নীতি বিরোধী ইউনিটকে বিস্তারিত না জানানো। এই তিনটি ধারা ভাঙায় সাবেক এই পেস বোলিং অলরাউন্ডারকে শাস্তি দেওয়া হয়েছে।
আইসিসির দুর্নীতি দমন ট্রাইব্যুনালের শুনানির পর গত জানুয়ারিতে লোকুহেতিগেকে দোষী সাব্যস্ত করা হয়। তিন মাস পর তার শাস্তির ঘোষণা এলো। দুর্নীতির অভিযোগ ওঠার পর ২০১৯ সালের ৩ এপ্রিল সাময়িকভাবে নিষিদ্ধ করা হয় লোকুহেতিগেকে। ওই সময় থেকেই তার নিষেধাজ্ঞার মেয়াদ বিবেচনা করা হবে।
দিলহারা লোকুহেতিগের আন্তর্জাতিক ক্যারিয়ার সমৃদ্ধ নয়। ২০০৫ সালে ডাম্বুলাতে ভারতের বিপক্ষে ওয়ানডে অভিষেক হয় তার। দলে নিয়মিত হতে পারেননি তিনি, সব মিলিয়ে ৯টি ওয়ানডে খেলেছেন লঙ্কান সাবেক এই ক্রিকেটার। ২০০৫ সালে ৮টি ওয়ানডে খেলেন লোকুহেতিগে।
দীর্ঘ বিরতির পর ২০১৩ সালে সর্বশেষ ওয়ানডে খেলেন লোকুহেতিগে। ওটাই তার ক্যারিয়ারের শেষ ম্যাচ। শ্রীলঙ্কার হয়ে ২টি টি-টোয়েন্টি খেলেছেন লঙ্কান সাবেক এই অলরাউন্ডার।