৬ পরিচালকের পদত্যাগে বিপাকে মেসিদের ক্লাব

করোনাভাইরাসের কারণে স্থবির হয়ে পড়েছে পুরো বিশ্ব। সব জায়গার মতো স্থবিরতা নেমে এসেছে খেলার মাঠেও। বৈশ্বিক সব টুর্নামেন্টই স্থগিত হয়ে গেছে। এ নিয়ে চরম বিপাকে আছে বিশ্বের নামিদামি ফুটবল ক্লাবগুলো। এর মধ্যেই নতুন সঙ্কটে পড়েছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। লিওনেল মেসি-লুইস সুয়ারেজদের এই ক্লাবটির ৬ জন পরিচালক একসঙ্গে পদত্যাগ করেছেন।
বার্সেলোনার সভাপতি জোসেপ মারিয়া বার্তোমেউয়ের সঙ্গে মতভেদের কারণে এই ৬ পরিচালক পদত্যাগ করেছেন। স্পেনের জনপ্রিয় সংবাদমাধ্যম দৈনিক মার্কা তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, পদত্যাগ করে যৌথ বিবৃতি দিয়েছেন এই ৬ পরিচালক। সভাপতি বার্তোমেউয়ের কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন তারা।
যৌথ বিবৃতিতে পদত্যাগের কারণ উল্লেখ করেছেন ৬ পরিচালক। করোনাভাইরাসের কারণে ক্লাবকে যেসব চ্যালেঞ্জের মুখোমুখি হতে হচ্ছে ও ভবিষ্যতে যেসব বাধার মুখে পড়তে হবে, সেসব কাটিয়ে উঠতে ক্লাবের বর্তমান সাংগঠনিক নেতৃত্ব উপযুক্ত কিনা, সেটা পর্যালোচনার দাবি করেছেন তারা।
সাম্প্রতিক সময়ে বিভিন্ন ইস্যুতে সামাজিক যোগাযোগমাধ্যমে উঠে আসা বোর্ড ও ফুটবলারদের মধ্যে দ্বন্দ্বের বিষয়টিও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
পদত্যাগ করা ৬ জন পরিচালক নির্বাচন দাবি করেছেন। পদত্যাগ করা ৬ জনের মধ্যে দুজন ক্লাবটির ভাইস প্রেসিডেন্ট। তারা হচ্ছেন এমিলি রসো ও এনরিকে তোমবাস। বাকি চার পরিচালক হলেন সিলভিও এলিয়াস, হোসে পন্থ, মারিয়া তিসিদোর ও ইয়ার্দি কালসামিলিয়া।
দ্বন্দ্বের কারণে চারজন পরিচালককে আগেই সরে দাঁড়াতে বলেছিলেন বার্সেলোনার সভাপতি জোসেপ মারিয়া বার্তোমেউ। এই চার পরিচালক হলেন এমিলি রুশো, এনরিকে তোমবাস, সিলভিও এলিয়াস ও হোসে পন্থ।
বেশ কিছু বিষয় নিয়ে প্রায় এক মাস ধরে স্প্যানিশ ক্লাবটিতে দ্বন্দ্ব চলছে। এ নিয়ে ক্লাবের বোর্ডে চরম বিভেদ তৈরি হয়েছে। যে কারণে ফুটবল না থাকলেও কয়েকবার খবরের শিরোনামে পরিণত হয়েছে বার্সেলোনা।