৫০ টাকায় দেখা যাবে মিরপুর টেস্ট
বাংলাদেশ-পাকিস্তানের মধ্যকার দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট মাঠে গড়াচ্ছে ৪ নভেম্বর। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠেয় এই ম্যাচের টিকেট ছাড়া হয়েছে। সর্বনিন্ম ৫০ টাকায় দেখা যাবে ম্যাচটি। টিকেটের সর্বোচ্চ মূল্য নির্ধারণ করা হয়েছে ৫০০ টাকা।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম টেস্টে টিকেটের সর্বনিম্ন মূল্য ছিল ১০০ টাকা। তবে মিরপুর টেস্টে টিকেটের মূল্য কমানো হয়েছে। এক বিবৃতি দিয়ে বিষয়টি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
শুক্রবার থেকে টিকেট বিক্রি শুরু হয়েছে। মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামের কয়েকটি বুথে টিকেট পাওয়া যাচ্ছে। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত খোলা থাকবে বুথ। ম্যাচের দিনও টিকিট সংগ্রহ করা যাবে।
পাঁচটি ক্যাটাগরিতে টিকেট বিক্রি করা হচ্ছে। গ্র্যান্ড স্ট্যান্ড ৫০০, ভিআইপি স্ট্যান্ড ৩০০, ক্লাব হাউজ ২০০, সাউদার্ন-নর্দার্ন স্ট্যান্ড ১০০ ও ইস্টার্ন স্ট্যান্ড গ্যালারির টিকেটের মূল্য ৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।
করোনা সতর্কতায় টি-টোয়েন্টি সিরিজে মিরপুর স্টেডিয়ামের ৫০ ভাগ গ্যালারি উন্মুক্ত করা হয়। গ্যালারির ওপরের অংশে বসে খেলা দেখেন দর্শকরা। চট্টগ্রামেও দুটি গ্যালারি উন্মুক্ত করা হয়। মিরপুর টেস্টেও একই ব্যবস্থা থাকবে। করোনাভাইরাসের দুটি টিকা নেওয়া থাকলেই কেবল খেলা দেখার সুযোগ মিলবে। স্টেডিয়ামে প্রবেশের সময় টিকার সনদ দেখাতে হবে।