২৪ বছর পর পাকিস্তানে যাচ্ছে অস্ট্রেলিয়া
সর্বশেষ পাকিস্তান সফরের স্মৃতি প্রায় মুঝে যাওয়ার মতো। সেই ১৯৯৮ সালে পাকিস্তান সফরে গিয়েছিল অস্ট্রেলিয়া। ওই সিরিজ থেকে ২০০৯ পর্যন্ত দেশটিতে যাওয়া হয়নি অজিদের। এরপর থেকে তো পাকিস্তানই নিজ দেশে নির্বাসিত। অবশেষে অস্ট্রেলিয়াকে আতিথেয়তা দিতে যাচ্ছে পাকিস্তান। প্রায় ২৪ বছর পর পাসিস্তান সফরে যাচ্ছে অস্ট্রেলিয়া।
দুই দেশই বিষয়টি নিশ্চিত করেছে। এ নিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ) ও পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) সোমবার নিজেদের ওয়েবসাইটে বিবৃতি দিয়েছে। সেখানে প্রকাশ করা হয়েছে সূচিও। আগামী বছরের মার্চে মাঠে গড়াবে দুই দলের বহু কাঙ্ক্ষিত এই সিরিজ।
পাকিস্তান সফরে তিনটি টেস্ট, তিনটি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি খেলবে অস্ট্রেলিয়া। লাল বলের সিরিজটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ এবং ওয়ানডে সিরিজটি আইসিসি বিশ্বকাপ সুপার লিগের।
করাচি, রাওয়ালপিন্ডি ও লাহোরে অনুষ্ঠিত সিরিজটি। এই তিন ভেন্যুতে টেস্ট সিরিজ অনুষ্ঠিত হবে। সীমিত ওভারের সিরিজের সব খেলা হবে লাহোরে। আগামী ৩ মার্চ করাচি টেস্ট দিয়ে শুরু হবে দুই দলের লড়াই। রাওয়ালপিন্ডি টেস্ট শুরু ১২ মার্চ ও লাহোর টেস্ট ২১ মার্চ।
তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে ২৯ মার্চ অনুষ্ঠিত হবে। পরের দুটি ম্যাচ যথাক্রমে ৩১ মার্চ ও ২ এপ্রিল হবে। একমাত্র টি-টোয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হবে ৫ এপ্রিল।
টিম অপারেশন্স, লজিস্টিক, নিরাপত্তা ও কোভিড-১৯ প্রোটোকল এসব নিয়ে আলোচনার জন্য পিসিবি কর্মকর্তা এবং প্রাদেশিক ও ফেডারেল কর্তৃপক্ষের সঙ্গে দেখা করতে ক্রিকেট অস্ট্রেলিয়ার একটি প্রতিনিধি দল পাকিস্তান সফর করবে।