২০ হাজার পরিবার ও হুইল চেয়ার ক্রিকেটারদের পাশে বিসিবি

করোনাভাইরাসের প্রকোপ বেড়েই চলেছে। প্রতিদিনই বাড়ছে করোনা আক্রান্ত রোগী ও মৃতের সংখ্যা। করোনার বিস্তার রোধে সারাদেশে চলছে অঘোষিত লকডাউন। এমন অবস্থায় কর্মহীন হয়ে পড়েছেন অনেক মানুষ। এসব অসহায় মানুষের সাহায্যে বাংলাদেশ ক্রিকেটের অনেকেই এগিয়ে এসেছেন। এবার সাহায্যের হাত বাড়িয়ে দিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
২০ হাজার পরিবারকে খাদ্য সহায়তা দিচ্ছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি। এ ছাড়া বাংলাদেশ হুইল চেয়ার অ্যাসোসিয়েশনকে আর্থিক সহায়তা দিয়েছে বিসিবি। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।
বিসিবির এই পরিচালক বলেন, 'ক্রিকেট বোর্ডের তহবিল থেকে আমরা চেষ্টা করছি জনসাধারণের কী কাজে আসতে পারি। ইতোমধ্যে আমরা চিন্তা ভাবনা করেছি যে, যেসব জায়গায় সবচেয়ে বেশি মানুষ করোনায় ক্ষতিগ্রস্ত, সেসব জায়গায় আমরা প্রায় ২০ হাজার খাদ্য প্যাকেট করে বিতরণ করব। মাসব্যাপী এটা বিতরণ চলবে, এটা হয়তো কয়েকদিনের মধ্যেই শুরু হবে।'
হুইল চেয়ার অ্যাসোসিয়েশনকে আর্থিক সহায়তা দেওয়ার বিষয়ে জালাল ইউনুস বলেন, 'হুইল চেয়ার ক্রিকেট অ্যাসোসিয়েশনকেও আমরা কিছু আর্থিক সাহায্য করেছি। তারা আমাদের কাছে আবেদন করেছে। তারা খুব গরীব ঘরের ছেলে, খুব কষ্টে আছে। এদেরও আমরা চাচ্ছি একটা সাহায্য করতে, পরিচালকদের সাথে আলোচনা করে এই সিদ্ধান্ত নিয়েছেন আমাদের সভাপতি।'
করোনা মোকাবিলায় বাংলাদেশের সব পর্যায়ের ক্রিকেটাররাই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। বিসিবির কেন্দ্রীয় চুক্তির ১৭ ক্রিকেটার ও সম্প্রতি বিভিন্ন সিরিজ খেলা ১০ ক্রিকেটার; মোট ২৭ জন ক্রিকেটার তাদের এক মাসের বেতনের অর্ধেকটা দিয়ে প্রায় ২৬ লাখ টাকা দান করেছেন।
প্রথম শ্রেণির চুক্তিতে থাকা ক্রিকেটাররাও এগিয়ে এসেছেন। চুক্তিবদ্ধ ৯১ জন ক্রিকেটার তাদের এক মাসের বেতনের অর্ধেকটা দান করেছেন দুস্থ মানুষের সাহায্যে। এ ছাড়া বিশ্বজয়ী যুব দলের ১৬ সদস্য ও ৮ কর্মকর্তা মিলে আড়াই লাখ টাকা দান করেছেন।
বাংলাদেশে এখন পর্যন্ত ৬২১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে মারা গেছেন ৩৪ জন। চিকিৎসায় সুস্থ হয়েছেন ৩৯ জন। রোববার সবচেয়ে বেশি ১৩৯ জন প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন।