২০২১ সালে বিশ্বে সবচেয়ে বেশি বেতন পাওয়া ১০ ফুটবলার

বিশ্বের সবচেয়ে বেশি বেতন পাওয়া ফুটবলারদের শীর্ষ ১০ জনের মধ্যে তিনজনই খেলেন লা লিগায়। আসুন, দেখে নেওয়া যাক সবচেয়ে বেশি বেতন পান কোন ১০ জন ফুটবলার। এ তালিকা করে ব্রিটিশ সাপ্তাহিকী রেডিয়ো টাইমস।
এখানে শুধু সবচেয়ে বেশি বেসিক বেতন পাওয়া ফুটবলারদের নিয়ে লেখা হয়েছে। স্পন্সরশিপ, বিজ্ঞাপন ও অন্যান্য খাত থেকে সর্বোচ্চ উপার্জনকারী ফুটবলাররা এ তালিকায় আসেননি। আর তাদের এই বেতন হিসাব করা হয়েছে কর ও যাবতীয় বাড়তি ফি, পেমেন্ট বা বোনাস বাদ দিয়ে।
১০
রবার্ট লেভানডোফস্কি (বায়ার্ন মিউনিখ)
সাপ্তাহিক বেতন: ৪ লাখ ৮৩ হাজার ডলার (প্রায় ৪ কোটি ১২ লাখ টাকা)
শীর্ষ দশে জায়গা করে নেওয়া বুন্দেসলিগার একমাত্র ফুটবলার। লিউয়ানডোস্কি ২০২০ সালে ফিফার পুরুষ বর্ষসেরা খেলোয়াড় হন। বিদেশি খেলোয়াড় হিসেবে বুন্দেসলিগার সর্বকালের সর্বোচ্চ গোলদাতার তালিকায় নিজের নাম তুলেছেন এই পোলিশ স্ট্রাইকার। জার্মান লিগে ১১ বছর ধরে খেলছেন তিনি। এর মধ্যে ৯ বার শিরোপা জিতেছেন—দুবার ডর্টমুন্ডের হয়ে, সাতবার বায়ার্নের হয়ে।
৯. ডেভিড ডি হিয়া (ম্যানচেস্টার ইউনাইটেড)
সাপ্তাহিক বেতন: ৫ লাখ ১৭ হাজার ডলার (প্রায় ৪ কোটি ৪১ লাখ টাকা)
শীর্ষ দশের তালিকায় ঠাঁই পাওয়া একমাত্র স্প্যানিশ ফুটবলার ডি হিয়া। গোলকিপারদের মধ্যে তার আয়ই সবচেয়ে বেশি। এক দশক আগে ব্রিটিশ ট্রান্সফার রেকর্ড ভেঙে তাকে অ্যাটলেটিকো মাদ্রিদ থেকে নিয়ে আসে ম্যানচেস্টার ইউনাইটেড। দারুণ খেলে ক্লাবকে আস্থার প্রতিদান দিয়ে যাচ্ছেন তিনি।
৮. কেভিন ডি ব্রুইনা (ম্যানচেস্টার সিটি)
সাপ্তাহিক বেতন: ৫ লাখ ৩১ হাজার ডলার। (প্রায় ৪ কোটি ৫৩ লাখ ৭৩ হাজার টাকা)
মোটা অঙ্কের পারিশ্রমিক পাওয়া খেলোয়াড় অনেক আছে ম্যানচেস্টার সিটিতে। তাদের মধ্যে কেভিন ডি ব্রুইনাই সবচেয়ে বেশি বেতন পান। নতুন চুক্তির পর এই বেলজিয়ান মিডফিল্ডার এখন ইংলিশ ফুটবলে যৌথভাবে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া ফুটবলার। ছয় বছর ধরে ম্যানচেস্টার সিটিতে যোগ দিয়েছেন ব্রুইনা। এরপর থেকে ক্লাবটির মাঝমাঠের প্রাণভোমরা হয়ে আছেন তিনি। সিটির হয়ে এই ছয় বছরে তিনি তিনবার লিগ শিরোপা জিতেছেন।
৭. ক্রিশ্চিয়ানো রোনালদো (ম্যানচেস্টার ইউনাইটেড)
সাপ্তাহিক বেতন: ৫ লাখ ৩১ হাজার ডলার। (প্রায় ৪ কোটি ৫৩ লাখ টাকা)
এই গ্রীষ্মে জুভেন্টাস থেকে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেওয়ার পর বেতনের তালিকায় নিচের দিকে নেমে গেছেন এই পর্তুগিজ ফরওয়ার্ড। ওল্ড ট্রাফোর্ডে তিনি যে পারিশ্রমিক পাবেন, জুভেন্টাসে পেতেন তার দ্বিগুণেরও বেশি। তবে আয় কমে যাওয়ার পরও তিনি যৌথভাবে ইংলিশ প্রিমিয়ার লিগের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত খেলোয়াড়ই। এ গ্রহে সবচেয়ে জনপ্রিয় খেলোয়াড়দের একজন রোনালদো। স্পনসর ও অন্যান্য খাত থেকে তার বার্ষিক আয় প্রায় ৪৭ কোটি ডলার।
৬. কিলিয়ান এমবাপ্পে (পিএসজি)
সাপ্তাহিক বেতন: ৫ লাখ ৬৬ হাজার ডলার। (প্রায় ৪ কোটি ৮২ লাখ টাকা)
পিএসজির শীর্ষ তিন তারকার মধ্যে এমবাপ্পের বেতনই সবচেয়ে কম। তারপরও শীর্ষে দশে জায়গা করে নিয়েছেন তিনি। যে ক্লাবেই যোগ দিন না কেন, আগামী দশক যে তিনি শীর্ষ পারিশ্রমিকপ্রাপ্ত খেলোয়াড়দের তালিকায় থাকবেন, তা নিশ্চিত। রিয়াল মাদ্রিদে যাওয়ার কথা ছিল এমবাপ্পের, কিন্তু শেষ পর্যন্ত তা আর হয়ে ওঠেনি। তবে এই মৌসুম শেষে পিএসজির সঙ্গে চুক্তির মেয়াদ ফুরালে যেতে পারবেন রিয়ালে।
৫. গ্যারেথ বেল (রিয়াল মাদ্রিদ)
সাপ্তাহিক বেতন: ৬ লাখ ৯০ হাজার ডলার। (প্রায় ৫ কোটি ৮৮ লাখ টাকা)
রিয়াল মাদ্রিদের সঙ্গে বনিবনা না হওয়ায় সাম্প্রতিক সময়ে গ্যারেথ বেলের সুনামে খানিকটা কমেছে। তারপরও শীর্ষ দশে জায়গা করে নিতে অসুবিধে হয়নি তার। রোনালদো ম্যানইউতে যাওয়ায় এ তালিকার পাঁচ নম্বরে উঠে এসেছেন বেল। শীর্ষ পারিশ্রমিকপ্রাপ্ত খেলোয়াড়ের তালিকায় হয়তো বেশিদিন থাকা হবে না তার। তবে কার্লো আনচেলত্তি রিয়াল মাদ্রিদের কোচ হয়ে আসার পর ক্লবাটিতে দ্বিতীয় সুযোগ পেয়েছেন বেল।
৪. আঁতোয়া গ্রিজমান (বার্সেলোনা)
সাপ্তাহিক বেতন: ৭ লাখ ৯৩ হাজার ডলার। (প্রায় ৬ কোটি ৭৬ লাখ টাকা)
লিওনেল মেসি বার্সেলোনা ছাড়ার পর ক্লাবটির সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া খেলোয়াড়ের জায়গা নেন আঁতোয়া গ্রিজমান। তাকে অবশ্য এই বিশাল বেতন দিতে হিমশিম খাচ্ছিল কাতালান ক্লাবটি। তাই গতকালই তাকে ছেড়ে দিয়েছে বার্সা। গ্রিজমানের নতুন ঠিকানা অ্যাটলেটিকো মাদ্রিদ।
৩. লুইস সুয়ারেজ (অ্যাটলেটিকো মাদ্রিদ)
সাপ্তাহিক বেতন: ৭ লাখ ৯৩ হাজার ডলার (প্রায় ৬ কোটি ৭৭ লাখ ৬০ হাজার টাকা)
শীর্ষ তিনে তার ঠাঁই পাওয়াটা অনেকের জন্যই বিস্ময়ের কারণ হতে পারে। তবে ৩৪ বছর বয়সি সুয়ারেজ কিন্তু নিয়মিতই অ্যাটলেটিকোকে প্রতিদান দিয়ে যাচ্ছেন। গত মৌসুমে ক্লাবটির লিগ জয়ে দারুণ ভূমিকা রাখেন তিনি।
২. নেইমার (পিএসজি)
সাপ্তাহিক বেতন: ৮ লাখ ৩৬ হাজার ডলার। (প্রায় ৭ কোটি ১৩ লাখ টাকা)
শীর্ষ দশে জায়গা পাওয়া পিএসজির দ্বিতীয় খেলোয়াড়। বেতনে এগিয়ে থাকলেও সব মিলিয়ে মোট আয়ে রোনালদোকে ছুঁতে পারেননি এই ব্রাজিলিয়ান তারকা। স্পনসর ও অন্যান্য খাত থেকে আয়ের বেলায় পর্তুগিজ তারকার সঙ্গে পাল্লা দিয়ে উঠতে পারেননি নেইমার।
১. লিওনেল মেসি (পিএসজি)
সাপ্তাহিক বেতন: ১৩ লাখ ২৫ হাজার ডলার। (প্রায় ১১ কোটি ২৯ লাখ টাকা)
নতুন ক্লাব, কিন্তু সেই পুরনো মর্যাদা। তর্কযোগ্যভাবে গ্রহের সেরা ফুটবলারই যে সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত খেলোয়াড় হবেন, তাতে নিশ্চয় আশ্চর্য হওয়ার কিছু নেই। বিশ্বের একমাত্র খেলোয়াড় হিসেবে সপ্তাহে ১০ লাখ ডলারের বেশি আয় করেন এই আর্জেন্টাইন ফুটবলার। আর বোনাস ও স্পন্সরশিপ মিলিয়ে সেই আয় নিশ্চয় আরও কয়েকগুণ বেশি হবে।
- সূত্র: মার্কা ডটকম