১৮ বছর পর মালদ্বীপকে হারাল বাংলাদেশ
টুর্নামেন্ট আসে, টুর্নামেন্ট যায়। দেখা হয় মালদ্বীপের সঙ্গে, কিন্তু কোনোবারই জয়ের হাসি হাসা হয় না বাংলাদেশের। বাড়তে থাকে অপেক্ষা। সর্বশেষ সাফ চ্যাম্পিয়নশিপেও মালদ্বীপের বিপক্ষে হার নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। অবশেষে অপেক্ষা ফুরাল, মালদ্বীপ বাধা জয় করল জামাল ভূঁইয়ার দল। দীর্ঘ ১৮ বছর পর দলটির বিপক্ষে জয়ের স্বাদ নিল বাংলাদেশ।
শনিবার শ্রীলঙ্কার প্রাইম মিনিস্টার মাহিন্দা রাজাপাকসে আন্তর্জাতিক ট্রফিতে মালদ্বীপকে ২-১ গোলে হারিয়েছে বাংলাদেশ। জামাল ভূঁইয়ার গোলে বাংলাদেশ এগিয়ে যায়। মোহামেদ উমাইর গোলে সমতায় ফেলে মালদ্বীপ। ৮৭তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে জয় এনে দেন তপু বর্মণ।
মালদ্বীপের বিপক্ষে সর্বশেষ জয় ধুলোজমা স্মৃতিতে পরিণত হওয়ার দশা হয়েছিল। সেই ২০০৩ সালের সাফ চ্যাম্পিয়নশিপে মালদ্বীপের বিপক্ষে জিতেছিল বাংলাদেশ। ফাইনালে টাইব্রেকারে পাওয়া জয়টিই এতদিন সম্বল ছিল। অবশেষে সুখ ডায়েরিতে যোগ একটি জয়।
জয়টি বাংলাদেশ শিবিরে স্বস্তির পরশই বুলিয়ে দিয়েছে। একে তো দীর্ঘ অপেক্ষার অবসান, তার ওপর জয়ের ধারায় ফেরা। সব প্রতিযোগিতা মিলিয়ে চার ম্যাচ পর জয়ে ফিরল বাংলাদেশ। সাফে শ্রীলঙ্কাকে হারানোর পরের তিন ম্যাচে ভারত ও নেপালের বিপক্ষে ড্র করলেও মালদ্বীপের বিপক্ষে ২-০ গোলে হেরে যায় জামাল ভূঁইয়ার দল।
চার জাতি এই টুর্নামেন্টে প্রথম জয় পেল বাংলাদেশ। আগের ম্যাচে এগিয়ে গিয়েও সিশেলসের বিপক্ষে ১-১ ড্র করে বাংলাদেশ। দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ফাইনাল খেলার আশা বাঁচিয়ে রাখল মারিও লেমোসের দল। রাউন্ড রবিন লিগ পদ্ধতির আসরে আগামী ১৬ নভেম্বর নিজেদের শেষ ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ।
এই ম্যাচে একাদশে দুটি পরিবর্তন আনে বাংলাদেশ। সাদউদ্দিন ও ইয়াসিন আরাফাতের বদলে মোহাম্মদ হৃদয় ও রহমত মিয়াকে নামান লেমোস। জাতীয় দলের জার্সিতে এই প্রথম শুরুর একাদশে সুযোগ হলো ডিফেন্সিভ মিডফিল্ডার হৃদয়ের। শ্রীলঙ্কার বিপক্ষে ১-১ ড্রয়ের ম্যাচে বদলি হিসেবে নেমেছিলেন।