হ্যাটট্রিকে পেলের রেকর্ড ভেঙে কাঁদলেন মেসি

বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে বলিভিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল আর্জেন্টিনা। ম্যাচে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়দের সামনে দাঁড়াতেই পারেনি বলিভিয়া। কিংবা বলা যায়, ঘরের মাঠে প্রতিপক্ষকে একাই উড়িয়ে দিয়েছেন লিওনেল মেসি। অসাধারণ এক হ্যাটট্রিকে দলকে বড় জয় এনে দিয়েছেন আর্জেন্টিনা অধিনায়ক। এই ম্যাচে ব্রাজিল কিংবদন্তি পেলেকে ছাড়িয়ে গেছেন মেসি।
বাংলাদেশ সময় শুক্রবার ভোরে স্তাদিও মনুমেন্তালে বলিভিয়াকে ৩-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। ম্যাচের শুরুতেই দলকে এগিয়ে নেওয়ার পর দ্বিতীয়ার্ধে আরও দুটি গোল করে হ্যাটট্রিক পূরণ করেন মেসি।
এই হ্যাটট্রিকে লাতিন আমেরিকা অঞ্চলের সর্বোচ্চ গোলের রেকর্ড গড়লেন মেসি। আর্জেন্টিনার হয়ে ৭৮টি গোলের মালিক হলেন ছয়বারের ব্যালন ডি অ'র জয়ী এই ফুটবলার। এ পথে তিনি পেছনে ফেলেছেন পেলেকে। ৯২ ম্যাচে ৭৭ গোল করে কনমেবল অঞ্চলের রেকর্ডটি এতোদিন দখলে রেখেছিলেন পেলে। ১৫৩তম ম্যাচে এসে রেকর্ডটি ছাড়ালেন মেসি।
একাই দলকে জিতিয়েছেন, এরচেয়ে বড় আনন্দের আর কী হতে পারে! কিন্তু পেলের রেকর্ড ভাঙায় এবারের আনন্দের মাত্রাটা যেন সব ছাড়িয়ে গেল। ম্যাচ শেষে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি, অঝোরে কাঁদতে দেখা গেল আর্জেন্টাইন ফুটবল জাদুকরকে।
কতোটা তৃপ্তি মিলেছে, ম্যাচ শেষে তা জানিয়েছেন মেসি। উচ্ছ্বাস ভরা কণ্ঠে তিনি বলেন, 'মনুমেন্তালে এই রেকর্ডটা উদযাপন করতে পারছি, এর থেকে ভালো কিছু হতে পারে না। আমার মা ও ভাই মাঠে আছে, তারা আমার জন্য অনেক কষ্ট করেছে। তারা আজ আমার জন্য উদযাপন করছে, আমি অনেক খুশি।'
রেকর্ডটি নিজের করে নেওয়ার স্বপ্ন ছিল মেসির, তাই এমন বাধবাঙা উচ্ছ্বাস তার। আর্জেন্টিনা অধিনায়ক বলেন, 'আমি আসলেই এই মূহূর্তটা উপভোগ করতে চেয়েছি। আমি এই রেকর্ডটা নিজের করে নিতে চেয়েছি। রেকর্ডটা ভাঙার স্বপ্ন দেখেছি। অনেক অপেক্ষার পর অবশেষে রেকর্ডটা আমার হয়েছে। অসাধারণ এক মূহূর্ত এটা।'
মেসির রেকর্ডের রাতে জয় পেয়েছে ব্রাজিল। বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচেই পেরুকে ২-০ গোলে হারিয়েছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়রা। একটি করে গোল করেন এভেরতন রিবেইরো ও নেইমার। মেসির রেকর্ডের রাতে নেইমারও একটি রেকর্ড গড়েছেন। বিশ্বকাপ বাছাই পর্বে ১২তম গোল করেছেন তিনি, যা আর কোনো ব্রাজিলিয়ানের নেই।