হেরে গেলেন মেসি-এমবাপ্পেরা, নকআউট পর্বে ম্যানসিটি
একঝাঁক তারকা ঠাসা দল নিয়েও সুবিধা করতে পারছে না প্যারিস সেন্ট-জার্মেই (পিএসজি)। চ্যাম্পিয়নস লিগে এ নিয়ে পরপর দুই ম্যাচে হোঁচট খেয়েছে মরিসিও পচেত্তিনোর দল। গতকাল ম্যানচেস্টার সিটির সঙ্গে হাইভোল্টেজ ম্যাচে হেরে বসেছেন মেসি-নেইমাররা।
ইতিহাদ স্টেডিয়ামে গতকাল পিএসজিকে ২-১ গোলে হারিয়ে এক ম্যাচ বাকি থাকতেই গ্রুপসেরা হয়ে পরের রাউন্ড নিশ্চিত করেছে ম্যানচেস্টার সিটি। ৫ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে রাজত্ব এই মুহূর্তে 'এ' গ্রুপে রাজত্ব করছে পেপ গার্দিওলার দল। অন্যদিকে সমান সংখ্যক ম্যাচে পিএসজির সংগ্রহ ৮ পয়েন্ট।
বুধবার ম্যাচের শুরু থেকেই একের পর এক আক্রমণে মেসিদের কোণঠাসা করে ফেলে ম্যানসিটি। তাছাড়া ঘরের মাঠে খেলা হওয়ায় বাড়তি সুবিধা তো ছিলই। তবে ম্যাচের অধিকাংশ সময় বলের নিয়ন্ত্রণ নিজেদের পায়ে রাখলেও প্রথমার্ধজুড়ে কোনো গোলের দেখা পায়নি স্বাগতিকরা। প্রথমার্ধে গোলশূন্য ছিল পিএসজিও।
এদিকে বিরতির পরপরই খেলার ছন্দে ফেরে পিএসজি। ডি বক্সের বাওরে আন্দের এরেরার সঙ্গে ওয়ান-টু-ওয়ান খেলে ডান দিকে পাস দেন লিওনেল মেসি, যা চলে যায় কিলিয়ান এমবাপ্পের পায়ে। ফলে খেলার ৫০তম মিনিটে পিএসজির হয়ে গোল করেন এই ফরাসি স্ট্রাইকার।
কিন্তু মিনিট দশেকের বেশি লিড ধরে রাখতে পারেনি পচেত্তিনোর শিষ্যরা। ৬৩তম মিনিটে রহিম স্টার্লিংয়ের ক্লোজ রেঞ্জ শটে পরাস্ত হন পিএসজি গোলকিপার কেইলর নাভাস। ম্যাচের ১৫ মিনিট বাকি থাকতেই ব্যবধান দ্বিগুণ করেন গ্যাব্রিয়েল জেসুস।
তবে ম্যানসিটির সাথে হারলেও, অন্য ম্যাচের ফল নিজেদের পক্ষে আসায় এরই মধ্যে নকআউট পর্বে উঠে গেছে পিএসজি। একই সময়ে শুরু হওয়া অন্য ম্যাচে ক্লাব ব্রুজকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে লিপজিগ।
সূত্র: সিএনএন