হাসান আলীকে তিরস্কার, বাংলাদেশ দলকে জরিমানা
বাংলাদেশ-পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হয়েছে ১৯ নভেম্বর। হার দিয়ে সিরিজ শুরু হয় বাংলাদেশের। হারের পর জরিমানা খড়্গেও পড়তে হয়েছে ঘরের মাঠের দলটিকে। স্লো ওভার রেটের কারণে বাংলাদেশ দলকে জরিমানা করেছে আইসিসি।
পাকিস্তানের প্রথম ম্যাচের জয়ের নায়ক হাসান আলী করা হয়েছে তিরস্কার। আচরণবিধি ভঙ্গ করায় তিরস্কার জানানো হয় ম্যাচ সেরার পুরস্কার জেতা পাকিস্তানের ডানহাতি এই পেসারকে। তাকে একটি ডিমেরিট পয়েন্টও দেওয়া হয়েছে। শনিবার এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানায় আইসিসি।
প্রথম ম্যাচের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত ও মাসুদুর রহমান, তৃতীয় আম্পায়ার গাজী সোহেল ও চতুর্থ আম্পায়ার তানভির আহমেদ এ বিষয়ে অভিযোগ করেন। আইসিসি ইন্টারন্যাশনাল প্যানেল ম্যাচ রেফারি নিয়ামুর রশিদ বিষয়টি আমলে নিয়ে শাস্তি দেন।
হাসান আলীকে তিরস্কার করা ও ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে যে কারণে, সেই ঘটনাটি বাংলাদেশ-পাকিস্তান প্রথম টি-টোয়েন্টির। ইনিংসের ১৭তম ওভারের খেলা চলছিল, বোলার ছিলেন হাসান। বাংলাদেশের উইকেটরক্ষক ব্যাটসম্যান নুরুল হাসান সোহানকে আউট করার পর ড্রেসিংরুমের পথ দেখানোর অঙ্গভঙ্গি করেন পাকিস্তান পেসার, যা আইসিসির আচরণবিধি অনুযায়ী লেভেল-১ পর্যায়ের অপরাধ।
আইসিসির নীতিমালার ২.৫ অনুচ্ছেদ অনুযায়ী, মাঠে কোনো খেলোয়াড়ের আগ্রাসী মনোভাব দেখানো যাবে না। এ অপরাধের কারণে হাসানকে তিরস্কার করে আইসিসি, দেওয়া হয় একটি ডিমেরিট। আগামী ২৪ মাস পর্যন্ত এই ডিমেরিট পয়েন্ট কার্যকর থাকবে।
বাংলাদেশ দল ম্যাচের দ্বিতীয় ইনিংসে নির্ধারিত সময়ের মধ্যে এক ওভার কম বোলিং করে। যে কারণে অধিনায়কসহ দলের সব খেলোয়াড়কে তাদের ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করা হয়েছে। বাংলাদেশ ও হাসান আলী নিজেদের অপরাধ মেনে নেওয়ায় আনুষ্ঠানিক শুনানি অনুষ্ঠিত হয়নি।