হারলে মেজাজ খারাপ হয়ে যায় বিসিবি সভাপতির

হার কার-ই বা ভালো লাগে! বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপনেরও হার ভালো লাগে না। তার বেলায় অবশ্য এতটুকুই নয়, হারলে রীতিমতো মেজাজ খারাপ হয়ে যায় নাজমুল হাসানের। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঢাকা টেস্টে হারের পর অনেক বিষয় নিয়ে ক্ষোভ ঝারা বিসিবি সভাপতি পরের দিনও যেন স্বাভাবিক হতে পারেননি।
সোমবার করোনা ভাইরাসের ভ্যাকসিন নিতে গিয়ে দল নিয়ে আরও একবার হতাশা প্রকাশ করলেন নাজমুল হাসান। মানসিকতায় পরিবর্তন আনতে বলছেন তিনি। স্পিন ছাড়া খেলা যাবে না, এই চিন্তা থেকেও বেরিয়ে আসার পরামর্শ দিচ্ছেন তিনি।
উন্নতি দারকার, এমন উপলব্ধি আনতে হবে জানিয়ে বিসিবি সভাপতি বলেন, 'হেরে গেলে মেজাজ খারাপ হয়। আপনাদেরও খারাপ লাগে, আমারও খারাপ লাগে। কাল ছিলো রাগের কথা। আমাদের বিশ্বমানের খেলোয়াড় আছে। আমাদের উন্নতি করতে হবে, এ উপলব্ধিটা আসতে হবে।'
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুজন পেসার কেন খেলানো হয়নি, এর কারণ খুঁজে পান না বিসিবি সভাপতি। দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার প্রধান মনে করেন, শুধু স্পিনের ওপর ভরসা করলে চলবে না। তিনি বলেন, 'মানসিকতা পরিবর্তন করতে হবে। স্পিন ছাড়া খেলতে পারব না, এ চিন্তা থেকে বেরিয়ে আসতে হবে।'
ঢাকা টেস্টে বাংলাদেশের ব্যাটসম্যান যেভাবে আউট হয়েছেন, তা মেনে নিতে পারছেন না নাজমুল হাসান। তার মতে শট বাছাই নিয়ে ভাবতে হবে। পাশাপাশি পরিকল্পনা ও কৌশল ছাড়াও আর অনেক কিছুতে পরিবর্তন আনতে হবে। টেস্টের জন্য আলাদা দল গঠনের কথাও বলছেন তিনি।
তার ভাষায়, 'শট সিলেকশন নিয়ে ভাবতে হবে। আমরা যেভাবে আউট হয়েছি, এ শটে কেউ আউট হয় না। কৌশল এবং পরিকল্পনায় পরিবর্তন আনতে হবে। দীর্ঘমেয়াদী পরিকল্পনা রাখতে হবে। টেস্টের জন্য আলাদা দল থাকতে হবে।'
নিউজিল্যান্ড সফরকে সামনে রেখে ক্রিকেটাররা করোনার ভ্যাকসিন নিচ্ছেন। তবে কেউ কেউ দ্বিধায়ও আছেন। বিসিবি সভাপতি জানিয়েছেন, ভ্যাকসিন নিতে কাউকে বাধ্য করা হচ্ছে না, 'ক্রিকেটারদের বেলায় টিকা নেওয়া বাধ্যতামূলক করা হচ্ছে না। যে খুশি নিতে পারে।'
'নিউজিল্যান্ড যেতে গত কালকের মধ্যে ৫০ শতাংশ ক্রিকেটার টিকা নিয়ে নিয়েছেন। বাকিরা কিছুটা দ্বিধায় আছে। আজ দুপুর পর্যন্ত সময় আছে। এর মধ্যে তারা মতামত জানিয়ে দিতে পারবে। সেক্ষেত্রে কাল কিংবা পরশু দিয়ে দেওয়া হবে তাদের টিকা।' যোগ করেন নাজমুল হাসান।
আগামী ২৩ ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের উদ্দেশে রওনা দেবে বাংলাদেশ। এই সফরে কিউইদের বিপক্ষে ৩টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবেন তামিম-মাহমুদউল্লাহরা। নিউজিল্যান্ডে পৌঁছে ১৪ দিনের কোয়ারেন্টিন করতে হবে বাংলাদেশকে। আগামী ২০ মার্চ ডানেডিনে প্রথম ওয়ানডে দিয়ে শুরু হবে বাংলাদেশের নিউজিল্যান্ড সফর।