হঠাৎ টেস্ট দলে খালেদ-শহিদুল
পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের জন্য গত ২২ নভেম্বর ১৬ সদস্যের দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। পরে চোটের কারণে সেই দল থেকে বাদ দেওয়া হয় সাকিব আল হাসানকে। ম্যাচ শুরুর আগের দিন স্কোয়াডে যোগ করা হলো দুই পেসার খালেদ আহমেদ ও শহিদুল ইসলামকে। বৃহস্পতিবার এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে বিসিবি।
এ দুজনকে দলে নেওয়ার কারণ ব্যাখ্যা করেছেন বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। বিসিবির পাঠানো বিবৃতিতে তিনি বলেন, 'আমাদের পেসার কিছু ইনজুরির সমস্যা আছে। তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম এই টেস্টের দলে নেই। তাদের বিকল্প দরকার ছিল আমাদের। খালেদ ও শহিদুল ফিট ও প্রস্তুত আছে।'
তাসকিন ও শরিফুলের অনুপস্থিতির কারণ জানিয়ে ম্যাচের আগের দিন এ দুজনকে দলে নেওয়ার ব্যখ্যাটি হাস্যকরই। কারণ প্রথম টেস্টে তাসকিন-শরিফুলের না খেলার বিষয়টি নিশ্চিত হয়ে যায় ২২ নভেম্বরই। এরপর প্রথম টেস্টের দল ঘোষণা করা হয়। সে সময় বিকল্প পেসার নেওয়ার প্রয়োজন মনে না করলেও আগেরদিন হুশ ফিরলো বিসিবির।
প্রথম টেস্ট খেলতে গত ২৩ নভেম্বর চট্টগ্রামে আসে বাংলাদেশ দল। পরের দিন থেকে শুরু হয় অনুশীলন। শুরুর দিন থেকেই অনুশীলন করে আসছেন খালেদ ও শহিদুল। নেটে নিয়মিত বোলিং করে যাচ্ছেন তারা। পরিকল্পনার অংশ হিসেবে তাদেরকে সঙ্গে রেখে এবার দলেও ভেড়ানো হলো।
সব সময়ই টেস্ট দলের বিবেচনায় থাকলেও চোটের কারণে খালেদের পথচলাটা সুখের হয়নি। ডানহাতি এই পেসারের অভিষেক হয় ২০১৮ সালে। ঢাকায় জিম্বাবুয়ের বিপক্ষে সেই ম্যাচ খেলার পর আর একটি ম্যাচ খেলেন তিনি। সর্বশেষ ২০১৯ সালের মার্চে জাতীয় দলের হয়ে টেস্ট খেলেন তিনি। প্রথমবারের মতো টেস্ট দলে ডাক পাওয়া শহিদুল এখনও অভিষেকের অপেক্ষায়।
টেস্ট স্কোয়াড: মুমিনুল হক (অধিনায়ক), সাদমান ইসলাম অনিক, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, ইয়াসির আলী রাব্বি, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, আবু জায়েদ রাহি, এবাদত হোসেন, মাহমুদল হাসান জয়, রেজাউর রহমান রাজা, খালেদ আহমেদ ও শহিদুল ইসলাম।