স্বস্তির জয়ে শিরোপার রেসে টিকে রইলো রিয়াল
লিগে দলগুলোর ম্যাচ বাকি আর চার-পাঁচটি করে। পা হড়কালেই শিরোপাস্বপ্ন হয়ে উঠবে বিবর্ণ। বার্সেলোনা যেমন দারুণ সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি। উল্টো হেরে অনেক যদি, কিন্তুর গ্যাড়াকলে পড়ে আছে তারা। রিয়াল মাদ্রিদ সেই ভুল করেনি। শিরোপার শেষ সময়ের লড়াইয়ে ঠিকই স্বস্তির জয় তুলে নিয়েছে জিনেদিন জিদানের শিষ্যরা।
শনিবার লা লিগার ম্যাচে ঘরের মাঠ আলফ্রেডো ডি স্টেফোনো স্টেডিয়ামে ওসাসুনার বিপক্ষে স্বস্তির জয় পেয়েছে রিয়াল। টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়নরা দলটিকে ২-০ গোলে হারিয়েছে।
যদিও পয়েন্ট হারানোর শঙ্কায় পড়ে গিয়েছিল শেষ তিন ম্যাচের দুটিতে ড্র করা রিয়াল। ম্যাচের শেষের দিকে গিয়ে গোলের দেখা পায় স্প্যানিশ জায়ান্টটা। রিয়ালের হয়ে গোল করেন এডার মিলিতাও এবং কাসেমিরো।
এই জয়ে লা লিগার শিরোপার রেসে টিকে রইলো রিয়াল। ৩৪ ম্যাচে ২৩ জয়ে ৭৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অ্যাটলেটিকো মাদ্রিদে। সমান ম্যাচে ২২ জয়ে ৭৪ পয়েন্ট নিয়ে দুই নম্বরে রিয়াল। এক ম্যাচ কম খেলা বার্সেলোনা ৭১ পয়েন্ট নিয়ে তিন নম্বরে। কাতালানদের ঘাড়ে নিশ্বাস ফেলা সেভিয়ার পয়েন্ট ৭০।
ওসাসুনার বিপক্ষে ঘাম দিয়ে জ্বর ছেড়েছে রিয়ালের। দলটির রক্ষণভাগ কোনোভাবেই ভাঙতে পারছিল না তারা। প্রথমার্ধে অনেক চেষ্টা করেও কোনো গোল আদায় করে নিতে পারেনি রিয়াল। দ্বিতীয়ার্ধেও মিলছিল না গোলের দেখা।
৭৬তম মিনিটে গিয়ে স্বস্তি ফেরে রিয়ালের শিবিরে। মিলিতাও গোল করে দলকে এগিয়ে নেন। ইসকোর কর্নারে কিকে মাথা ছুঁইয়ে প্রতিপক্ষের জালে বল পাঠান ব্রাজিলিয়ান এই ডিফেন্ডার। চার মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন কাসেমিরো।