স্থগিত হয়ে গেল আইপিএল

করোনাভাইরাসের কারণে পিছিয়ে গেল বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্জাইজি ক্রিকেট টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ-আইপিএল।
বুধবার (১১ মার্চ) থেকে আগামী ১৫ এপ্রিল পর্যন্ত বিশ্বের সব দেশের ভিসা স্থগিত করে দিয়েছে ভারত সরকার। আইপিএল এর সবচেয়ে বড় আকর্ষণ থাকে বিদেশি তারকা ক্রিকেটাররা। ভিসা জটিলতায় বিদেশি ক্রিকেটারদের আসার সুযোগ না থাকায় বাধ্য হয়েই ভারতীয় ক্রিকেট বোর্ডকে টুর্নামেন্ট পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিতে হয়েছে। খবর হিন্দুস্তান টাইমসের।
শুক্রবার এই সিদ্ধান্তের কথা জানিয়েছে বিসিসিআই। শনিবারের গভর্নিং কাউন্সিলের বৈঠকে এই বিষয় আট ফ্যাঞ্চাইসির সঙ্গে বিস্তারিতভাবে কথা বলে পরবর্তী পদক্ষেপ ঠিক করবে ক্রিকেট বোর্ড।
হিন্দুস্তান টাইমস জানিয়েছে, বিসিসিআই প্রধান সৌরভ গাঙ্গুলী, সাধারণ সম্পাদক জয় শাহসহ শীর্ষ কর্মকর্তারা মিলে এই সিদ্ধান্ত নিয়েছেন। বিসিসিআই জানিয়েছে, সতর্কতা অবলম্বনের জন্য ১৫ এপ্রিল পর্যন্ত স্থগিত করা হয়েছে আইপিএল।
অবশ্য এর আগে মহারাষ্ট্র সরকার জানিয়ে দিয়েছিল, তারা মাঠে দর্শক আসতে অনুমতি দেবেন না। অন্যদিকে দিল্লি সরকারও বলে দিয়েছিল, আপাতত আইপিএল করতে দেওয়া হবে না। সেই পরিপ্রেক্ষিতে খুব বেশি বিকল্প ছিল না আয়োজকদের কাছে। ২৯ মার্চ থেকে আইপিএল শুরু হওয়ার কথা ছিল।