২২ ওভার আগেই দিনের খেলা শেষ, ড্রয়ের পথে পাল্লেকেলে টেস্ট
আরও একবার আলোর স্বল্পতার কারণে আগেই দিনের খেলা শেষ হলো। ২২ ওভার বাকি থাকতেই চতুর্থ দিনের খেলা শেষ করার ঘোষণা দেন আম্পায়াররা। আলো স্বল্পতা ফ্লাড লাইট জ্বালিয়ে খেলা চালিয়ে নেওয়া হয়। কিন্তু এই সিরিজে কেন ফ্লাট লাইট জ্বালানো হচ্ছে না, তা এখনও পরিষ্কার নয়।
আলো স্বল্পতায় মাঠ ছাড়ার আগ পর্যন্ত শাসন করেছেন শ্রীলঙ্কার দুই ব্যাটসম্যান দিমুথ করুনারত্নে ও ধনঞ্জয়া ডি সিলভা। তাদের ব্যাটে ১৪৯ ওভারে ৩ উইকেটে ৫১২ রান তুলেছে স্বাগতিকরা। বাংলাদেশের চেয়ে ২৯ রানে পিছিয়ে আছে লঙ্কানরা।
টেস্ট ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি করেও অপরাজিত আছেন লঙ্কান অধিনায়ক করুনারত্নে। বাঁহাতি এই ওপেনার ৪১৯ বলে ২৫টি চারে ২৩৪ রান তুলে চতুর্থ দিনের খেলা শেষ করেন। ধনঞ্জয়া ২৭৮ বলে ২টি চারে ১৫৪ রানে অপরাজিত আছেন। কাল রোববার পাল্লেকেলে টেস্টের শেষ দিন। এখনও শ্রীলঙ্কার প্রথম ইনিংসই শেষ হয়নি। এমন অবস্থায় বলায় যায়, এই টেস্ট ড্রয়ের পথে এগোচ্ছে।
করুনারত্নের ডাবল সেঞ্চুরি, রান পাহাড়ে শ্রীলঙ্কা
প্রথম ইনিংসে বাংলাদেশের গড়া বিশাল সংগ্রহের জবাবে শ্রীলঙ্কাও রানবন্যা বইয়ে দিচ্ছে। এই পথে সামনে থেকে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন দিমুথ করুনারত্নে। লঙ্কান অধিনায়ক ইনিংস উদ্বোধন করতে নেমে এখনও অবিচল। যা তাকে মাইলফলকে পৌঁছে দিয়েছে। অসাধারণ ব্যাটিংয়ে টেস্ট ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি তুলে নিয়েছেন বাঁহাতি এই ব্যাটসম্যান। তার আগের ক্যারিয়ারি সেরা ইনিংস ছিল ১৯৬ রানের।
৩৮৭ বলে ২২টি চারে ২০০ রান পূর্ণ করেন করুনারত্নে। সাত বছরের মধ্যে প্রথম শ্রীলঙ্কান ব্যাটসম্যান হিসেবে ঘরের মাটিতে ডাবল সেঞ্চুরি করলেন তিনি। সর্বশেষ ২০১৪ সালে পাকিস্তানের বিপক্ষে ডাবল সেঞ্চুরি করেন কুমার সাঙ্গাকার। গত ৬ বছরে সেরা ৯ প্রতিপক্ষের বিপক্ষে প্রথম লঙ্কান ব্যাটসম্যান হিসেবে ডাবল সেঞ্চুরি করলেন করুণারত্নে। সর্বশেষ ২০১৫ সালে নিউজিল্যান্ডের ডাবল সেঞ্চুরি করেন সাঙ্গাকারা।
ক্যারিয়ার সেরা ইনিংস খেলেও সাবলীল ব্যাটিং করে যাচ্ছেন করুনারত্নে। তার সঙ্গে সমান তালে পা ফেলছেন ধনঞ্জয়া ডি সিলভা। এই দুই ব্যাটসম্যানের ব্যাটে ১৪৫ ওভার শেষে ৩ উইকেটে ৪৮৩ রান তুলেছে শ্রীলঙ্কা। করুনারত্নে ২১৩ ও ধনঞ্জয়া ১৪৬ রানে ব্যাটিং করছেন। বাংলাদেশের চেয়ে ৫৮ রানে পিছিয়ে আছে স্বাগতিকরা। আলোর স্বল্পতার কারণে খেলা কিছুক্ষণ বন্ধ ছিল। এরপর ব্যাটিংয়ে নেমে দ্রুত রান তুলছেন করুনারত্নে-ধনঞ্জয়া।
শ্রীলঙ্কার ব্যাটিং থামালো বৈরী আবহাওয়া
শ্রীলঙ্কার অধিনায়ক দিমুথ করুণারত্নে ও ধনঞ্জয়া ডি সিলভাকে এখনও থামাতে পারেননি বাংলাদেশের বোলাররা। দারুণ ছন্দে ব্যাটিং করে যাচ্ছিলেন এই দুই সেঞ্চুরিয়ান। তাদের ব্যাটিং থামলো বৈরী আবহাওয়ায়। দ্বিতীয় দিনের মতো হঠাৎ-ই ক্যান্ডির আকাশ কালো হয়ে উঠেছে। আলোর স্বল্পতার কারণে খেলা বন্ধ রাখা হয়েছে। চুতর্থ দিনের এখনও ৩২ ওভারের খেলা বাকি।
দ্বিতীয় দিনেরও অনেকটা সময় খেলা বাকি থাকতেই মাঠ ছাড়তে হয় শ্রীলঙ্কা ও বাংলাদেশকে। একই কারণে ২৫ ওভার আগে দিনের খেলা শেষ হয়। এমন হলে সাধারণত ফ্লাড লাইট জ্বালিয়ে খেলা চালিয়ে নেওয়া হয়। কিন্তু এই সিরিজে সেটা দেখা যাচ্ছে না। কেন ফ্লাট লাইট জ্বালানো হচ্ছে না, এ বিষয়ে বিসিবি বা শ্রীলঙ্কা ক্রিকেটের পক্ষ থেকে এখনও কিছু জানানো হয়নি।
১৩৯ ওভার শেষে ৩ উইকেটে ৪৫৭ রান তুলেছে শ্রীলঙ্কা। বাংলাদেশের চেয়ে এখনও ৮৪ রানে পিছিয়ে স্বাগতিকরা। করুনারত্নে ৩৭৮ বলে ১৯টি চার ১৯২ রানে অপরাজিত আছেন। ধনঞ্জয়া ২৫৯ বলে ১৯টি চারে ১৪১ রানে অপরাজিত আছেন। ইতোমধ্যে এই জুটি থেকে ২৬৭ রান পেয়েছে শ্রীলঙ্কা।
সেঞ্চুরি-হাফ সেঞ্চুরিতে লঙ্কানদের জবাব, উইকেটের দেখা নেই
ধনঞ্জয়া ডি সিলভাকে নিয়ে তৃতীয় দিনেই অনেকটা পথ পাড়ি দিয়েছিলেন দিমুথ করুনারত্নে। চতুর্থ দিনও দলকে পথ দেখিয়ে যাচ্ছেন লঙ্কান এই দুই ব্যাটসম্যান। দারুণ ব্যাটিংয়ে চতুর্থ দিনের প্রথম সেশন কাটিয়ে দিয়েছেন করুনারত্নে-ধনঞ্জয়া।
তাদের ব্যাটে ১০৭ ওভারে ৩ উইকেটে ৩৪৬ তুলেছে শ্রীলঙ্কা। ইতোমধ্যে তাদের জুটি থেকে ১৫৬ রান পেয়েছে শ্রীলঙ্কা। টেস্ট ক্যারিয়ারের ১১তম সেঞ্চুরি তুলে নেওয়া করুনারত্নে ৩০১ বলে ১৪টি চারে ১৪২ রানে ব্যাটিং করছেন।
ধনঞ্জয়া ডি সিলভাও সেঞ্চুরির পথে। ডানহাতি এই ব্যাটসম্যান ১৪৬ বলে ১২টি চারে ৯০ রানে অপরাজিত আছেন। এখনও বাংলাদেশের চেয়ে ১৯৫ রানে পিছিয়ে স্বাগতিকরা। বাংলাদেশে ৭ উইকেটে ৫৪১ রান তুলে ইনিংস ঘোষণা করে।