সেই মাদরাসা ছাত্রকে মুশফিকের উপহার
ব্যাট হাতে দাঁড়িয়ে মা। তাকে আউট করে দুই হাত তুলে উল্লাসে মত্ত ছেলে। গত শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায় এই মা ও তার ছেলের ক্রিকেট খেলার দারুণ কিছু ছবি ও ভিডিও। পল্টন ময়দানে ফটো সংবাদিকদের ক্যামেরায় বন্দি হওয়া ছবিগুলো মুহূর্তেই দেশের কোটি মানুষের আলোচনার কেন্দ্রে চলে আসে।
বাংলাদেশের ক্রিকেট প্রেম ঠিক কোন উচ্চতায় চলে গেছে, তা নিয়ে মুগ্ধতার নানা কথা বলতে থাকেন ক্রিকেটপ্রেমিরা। সেই মুগ্ধতা ছুঁয়ে গেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিমকেও।
ক্রিকেটাঙ্গনে আবেগী ব্যক্তিত্ব হিসেবে পরিচিত মুশফিক তার এই আবেগ একদমই লুকাননি। মায়ের সঙ্গে ক্রিকেট খেলা সেই মাদরাসা ছাত্র শেখ ইয়ামিন সিনানকে দিয়েছেন দারুণ অনুপ্রেরণা। জাতীয় দলের অভিজ্ঞ এই ক্রিকেটার ১১ বছর বয়সী ইয়ামিনকে উপহার দিয়েছেন একটি ব্যাটিং গ্লাভস, বাংলাদেশ দলের রঙিন জার্সি ও স্বাক্ষরযুক্ত স্মারক ব্যাট।
বুধবার বনানী মাঠে এই খুদে ক্রিকেটার ও তার মা ঝর্ণা আক্তার চিনিকে আমন্ত্রণ জানান মুশফিক। সেখানেই সিনান ও তার মায়ের সাথে কুশল বিনিময় করেন মুশফিক এবং উপহার তুলে দেন।