সুজনের কাছে কোনো সিনিয়র-জুনিয়র নেই
একটি দলে বিভিন্ন বয়সী খেলোয়াড় থাকেন। বয়সের ভিত্তিতে কেউ সিনিয়র, কেউ জুনিয়র হয়ে থাকেন। বাংলাদেশ ক্রিকেট দলেও তেমন। মাশরাফি বিন মুর্তজা, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, তামিম ইকবালরা দলের সিনিয়র ক্রিকেটার। এরপর আছেন বিভিন্ন বয়সী ক্রিকেটার, আছে একেবারে তরুণ সদস্যও।
বেশিরভাগ ক্ষেত্রেই দলের সিনিয়রদের ওপর বেশি ভরসা রাখা হয়। অভিজ্ঞতার বিচারে তরুণ অনেকেই ছাড় পেয়ে থাকেন। যদিও জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন সিনিয়র-জুনিয়র আলাদা করতে চান না। তার কাছে সবাই সমান। কেউ যখন জাতীয় দলের জার্সি গায়ে তোলেন, তার দায়িত্বও বাকি সবার মতো হয়ে যায় বলে মনে করেন খালেদ মাহমুদ।
শ্রীলঙ্কার বিপক্ষে দুটি টেস্ট খেলতে সোমবার ঢাকা ছেড়েছে বাংলাদেশ দল। এই সফরে দলের সঙ্গে টিম লিডার হিসেবে গেছেন খালেদ মাহমুদ। দেশ ছাড়ার আগে বিমান বন্দরে দলের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন বিসিবির এই পরিচালক।
দলের তরুণ সদস্যদের প্রসঙ্গ তুলতেই খালেদ মাহমুদ বলে ওঠেন, 'আমি তরুণ বলি না, আমার কাছে সবাই সমান। যদিও তামিম, মুশফিক মুমিনুলের অভিজ্ঞতা অনেক। তারপরও দায়িত্ব সবার সমান। জাতীয় দলের জার্সি গায়ে দিয়ে আপনি যখন নামবেন, তখন দায়িত্বটা সবারই সমান। ভালো খেলার দায়িত্ব সবারই।'
'এর আগে আমরা দেখেছি ইংল্যান্ডের বিপক্ষে মিরাজের অনবদ্য পারফরম্যান্স। আমার মনে হয় এটা সবারই মনে রাখতে হবে। এ ক্ষেত্রে উদাহরণ হতে পারে মিরাজ, তরুণ বয়সেই মিরাজ ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশকে টেস্ট জিতিয়েছে। আমাদের সব ক্রিকেটারের মধ্যেই এই সামর্থ্য আছে। এই জিনিসটা মাথায় নিয়েই ইতিবাচক, আক্রমণাত্মক ক্রিকেট খেলতে হবে।'
শ্রীলঙ্কায় পৌঁছে তিন দিন কোয়ারেন্টিনে থাকবে বাংলাদেশ দল। এরপর অনুশীলন শুরু হবে। প্রথম দুই দিনের প্রস্তুতি ম্যাচটি অনুষ্ঠিত হবে আগামী ১৭-১৮ এপ্রিল। বাংলাদেশ-শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে ক্যান্ডির পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথম টেস্ট শুরু হবে ২১ এপ্রিল। দ্বিতীয় টেস্ট মাঠে গড়াবে ২৯ এপ্রিল।