সিরিজ নির্ধারণী ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ
প্রথম দুই ম্যাচের দুই দলেরই একটি করে জয়। সুতরাং আজকের ম্যাচে যারা জিতবে শিরোপা তাদের হাতেই উঠবে। সেই শিরোপার লড়াইয়ে তাই মাঠে নেমেছে বাংলাদেশ ও ভারত।
বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হওয়া নাগপুরের এই ম্যাচে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে অধিনায়ক মাহমুদুল্লাহ।
বাংলাদেশ দলে পরিবর্তন এসেছে একটি। ইনজুরির কারণে দলে নেই মোসাদ্দেক হোসেন। তার পরিবর্তে একাদশে ঢুকেছেন মোহাম্মদ মিথুন।
ভারত দলেও একটি পরিবর্তন রয়েছে। ক্রুনাল পান্ডিয়ার পরিবর্তে একাদশে সুযোগ পেয়েছেন মানিশ পান্ডে।
তিন ম্যাচের টি২০ সিরিজের প্রথমটিতে গত ৩ নভেম্বর ভারতকে ৭ উইকেটে হারায় বাংলাদেশ। তবে ৭ নভেম্বর দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়ায় স্বাগতিকরা। ৮ উইকেটের বড় ব্যবধানে জয় তুলে নেয় রোহিত শর্মার দল।
বাংলাদেশ একাদশ: লিটন দাস, সৌম্য সরকার, নাঈম শেখ, মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মোহাম্মদ মিথুন, আমিনুল ইসলাম বিপ্লব, শফিউল ইসলাম, আল-আমিন ও মুস্তাফিজুর রহমান।
ভারত একাদশ: রোহিত শর্মা, শেখর ধাওয়ান, লোকেশ রাহুল, শ্রেয়াশ আয়ার, রিশভ পন্ত, মানিশ পান্ডে, শিভম দুবে, ওয়াশিংটন সুন্দর, যুজবেন্দ্রা চাহাল, দীপক চাহার এবং খলিল আহমেদ।