সাদমান নয়, সাইফেই ভরসা ডমিঙ্গোর
সাদমান ইসলাম নাকি সাইফ হাসান; উদ্বোধনী জুটিতে তামিম ইকবালের সঙ্গী হবেন কে? শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টের মতো দ্বিতীয় টেস্টের আগেও এই প্রশ্ন। এবার আর ধাঁধা রাখলেন না বাংলাদেশের প্রধান কোচ রাসেল ডমিঙ্গা। জানিয়ে দিলেন সাইফ হাসানই তার পছন্দ। দ্বিতীয় টেস্টেও ডানহাতি এই তরুণ ওপেনারকে সুযোগ দিতে চান ডমিঙ্গো।
সাদমান না হয়ে সাইফ কেন? প্রথম টেস্টের দ্বিতীয় দিনশেষে এমন প্রশ্নে বাংলাদেশের প্রধান কোচ সাদমানের আঙুলের চোট ও দীর্ঘদিন তার ম্যাচ না খেলার বিষয়টি উল্লেখ করেন। সঙ্গে সাইফের দারুণ ফর্ম ও ডানহাতি-বাঁহাতি ব্যাটসম্যানের সমন্বয়ের কথাও বলেন তিনি।
ডমিঙ্গো বলেছিলেন, 'ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৫০ করার পর কোনো ম্যাচই খেলেনি সাদমান। তার আঙুলের চোটের বিষয়টিও ছিল। সম্প্রতি বেশ কিছু ম্যাচে সাইফ খুবই ভালো করেছে। টপ অর্ডারে ডানহাতি-বাঁহাতি সমন্বয় থাকাটা ভালো ব্যাপার। সেরা চারে আমাদের বেশ কয়েকজন বাঁহাতি রয়েছে।'
এবারও ডানহাতি-বাঁহাতি ব্যাটসম্যানের সমন্বয়ের কথা উল্লেখ করলেন ডমিঙ্গো। এ ছাড়া সাইফকে আরেকটি সুযোগ দিতে চান তিনি। প্রোটিয়া এই কাচ বলেন, 'আমি এখনও অবশ্যই সাইফকে সুযোগ দেওয়ার পক্ষে। টেস্টে ইনিংস উদ্বোধন করাটা কঠিন। পায়ের তলায় মাটি পেতে অনেক ওপেনারেরই সময় লেগে যায়।'
২৯ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে সাইফই খেলছেন জানিয়ে রাসেল ডমিঙ্গো বলেন, 'আমরা সাইফকে কাল আরেকটি সুযোগ দিতে চাই। এ ছাড়া ইনিংস উদ্বোধনের ক্ষেত্রে ডানহাতি-বাঁহাতি সমন্বয় থাকাটা সব সময়ই ভালো ব্যাপার। আগামীকাল সাইফ খেলছে।'
আগে যদিও সাদমানের বিবেচনায় থাকার বিষয়েও কথা বলেছিলেন ডমিঙ্গো। তার কথায় মনে হয়েছিল দ্বিতীয় টেস্টে বাঁহাতি এই ওপেনার সুযোগ পাবেন। এ ছাড়া প্রথম টেস্টে সাইফ হাসানের পারফরম্যান্সও ছিল চরম হতাশার।
প্রথম ইনিংসে রানের খাতা খোলার আগেই বিদায় নেওয়া ডানহাতি এই ওপেনার দ্বিতীয় ইনিংসে ১ রান করে আউট হন। কিন্তু ১ ম্যাচ দিয়েই সাইফকে মূল্যায়ন করার পক্ষে নন ডমিঙ্গো। তাই রান বন্যার ম্যাচেও পুরোপুরি ব্যর্থ হওয়ার পরও সাইফের ওপরই ভরসা রাখছেন বাংলাদেশ কোচ।