সাকিব-মুস্তাফিজকে ফেরাতে বিসিবির বিশেষ ব্যবস্থা
ভারতের করোনাভাইরাসের পরিস্থিতি দিন দিন নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। এমন অবস্থায় দেশে ক্রিকেট চালিয়ে ক্রিকেটার, কোচসহ সংশ্লিষ্ট কারও স্বাস্থ্য ঝুঁকি নিতে চায়নি বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন্ডিয়া (বিসিসিআই)। সবকিছু বিবেচনায় এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) স্থগিত করা হয়েছে।
এ কারণে আগামী ১৯ মে ফেরার কথা থাকলেও বাংলাদেশের দুই ক্রিকেটার সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমানকে আগেই দেশে ফিরতে হচ্ছে। কিন্তু এই ফেরার পর্বে আছে জটিলতা। করোনার প্রকোপে ভারতের সঙ্গে বিমান চলাচল ও বর্ডার বন্ধ রেখেছে বাংলাদেশ সরকার। তাই সাকিব-মুস্তাফিজকে বিশেষ ব্যবস্থায় দেশে ফিরতে হবে।
দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বিষয়টি জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী। এ জন্য অবশ্য সাকিব-মুস্তাফিজকে ভাবতে হবে না। বিশেষ ব্যবস্থার দায়িত্ব বিসিবির ওপর। কলকাতা নাইট রাইডার্সের হয়ে তিনটি ম্যাচ খেলা সাকিব বর্তমানে আহমেদাবাদে আছেন। মুস্তাফিজ স্ত্রীসহ দিল্লিতে আছেন।
এই দুই ক্রিকেটারের ফেরানোর ব্যবস্থা নিয়ে বিসিবির প্রধান নির্বাহী বলেন, 'সাকিব-মুস্তাফিজকে দ্রুত ফিরিয়ে আনার চেষ্টা করছি আমরা। এখন সব কিছু বন্ধ থাকায় বিশেষ ব্যবস্থার মাধ্যমে তাদের আনতে হবে। সিভিল অ্যাভিয়েশন থেকে নতুন কিছু প্রটোকলের কথা বলা হয়েছে। দেখা যাক কী হয়। দ্রুতই এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারব বলে আশা করছি।'
দেশে ফেরার পর সাকিব-মুস্তাফিজকে কতো দিনের কোয়ারেন্টিন করতে হবে, সেটা নিয়েও ধোঁয়াশায় আছে বিসিবি। এ বিষয়ে সরকারের নির্দেশনা জানতে চেয়েছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি। আগের দিন নিজাম উদ্দিন চৌধুরী বলেছিলেন, 'নির্দেশনা অনুযায়ী তাদেরও ১৪ দিনের কোয়ারেন্টিন করতে হবে কি না অথবা তিন দিনের কোয়ারেন্টিন করলে চলবে কিনা; এ ব্যাপারে আমরা সরকারের নির্দেশনা চেয়েছি।'
বিসিবির প্রধান নির্বাহী আরও বলেন, 'আইপিএলে সাকিব, মুস্তাফিজ জৈব সুরক্ষা বলেয়ে আছে। তাই তাদের ক্ষেত্রে ১৪ দিনের কোয়ারেন্টিন বাধ্যতামূলক হবে কিনা, সেটা আমরা জানতে চেয়েছি। সরকারের নির্দেশনা পেলে আমরা সেভাবে কাজ করব।'