সাকিব ফেরায় নির্ভার মুমিনুল
সেরা ক্রিকেটারের জন্য দল অপেক্ষায় থাকবে; সেটাই স্বাভাবিক। বাংলাদেশও ছিল অপেক্ষায়। অবশেষে অপেক্ষা ফুরাতে যাচ্ছে। পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ ও প্রথম টেস্টে দলের বাইরে থাকা সাকিব আল হাসান ফিট হয়ে উঠেছেন। ৪ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্ট দিয়ে দলে ফিরতে যাচ্ছেন হ্যামস্ট্রিংয়ের চোট কটিয়ে ওঠা অভিজ্ঞ এই ক্রিকেটার। তার ফেরাতে স্বস্তির নিশ্বাস ফেলছেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুমিনুল হক।
সাকিব আল হাসান দলে থাকা মানে দুজন ক্রিকেটারকে একসঙ্গে পাওয়া। তাই সাকিব থাকলে দলের সমন্বয় করাটা সহজ হয়ে যায় বলে মনে করেন মুমিনুল। বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার দলে ফেরায় ইতোমধ্যে পরিকল্পনা সাজিয়ে ফেলেছেন বাংলাদেশ অধিনায়ক। তিনি জানিয়েছেন, সাতজন ব্যাটসম্যান ও চারজন বোলার নিয়ে নামার পরকিল্পনা তাদের।
কয়েকদিন আগে থেকে অনুশীলন শুরু করা সাকিব গত সোমবার ফিটনেস পরীক্ষায় পাস করেন। পরের দিন তাকে নিয়ে দ্বিতীয় টেস্টের দল ঘোষণা করে বিসিবি। বাঁহাতি এই অলরাউন্ডারের ফেরা নিয়ে মুমিনুল বলেন, 'সাকিব ভাই দলে থাকলে একটু সহজ হয়। এখন পর্যন্ত তার সবকিছু ঠিকঠাক আছে, ঠিকঠাক দেখেছি। সে আসায় আমরা ৪ বোলার ৭ ব্যাটসম্যান নিয়ে চিন্তা ভাবনা করছি।'
সাকিবের মতো অভিজ্ঞ ক্রিকেটার দলে থাকলে অধিনায়কদের কাজও সহজ হয়ে যায় বলে মনে করেন মুমিনুল। তার ভাষায়, 'উনি দলে থাকলে অধিনায়ক হিসেবে আমি নির্ভার থাকি। তার ব্যাটিং-বোলিং খুব গুরুত্বপূর্ণ। টিম কম্বিশনে তার থাকাটা আমাদের জন্য ভালো ইতিবাচক দিক।'
সাকিব ছাড়াও ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন তাসকিন আহমেদ। স্বাভাবিকভাবেই শক্তিতে কিছুটা এগিয়েছে বাংলাদেশ। তাই লড়াইয়ের আশা মুমিনুলের, 'অবশ্যই শক্তি বেড়েছে। টেস্ট ম্যাচে সব সময় গুরুত্বপূর্ণ প্রথম এক ঘণ্টা। আমাদের শক্তির জায়গা ব্যাটিং। ব্যাটিং শক্তিতে আমরা যদি ছয় সেশন ব্যাট করতে পারি, তাহলে ম্যাচে থাকতে পারব। অবশ্যই আশা করি লড়াই করার। কেউ তো ম্যাচ হারার জন্য নামে না, জেতার জন্যই নামে।'