তোমাদের পরিবার-সন্তান নেই, প্রশ্ন ডমিঙ্গোর
অনুশীলন শেষে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে বেরিয়ে যাচ্ছিলেন রাসেল ডমিঙ্গো। জাতীয় দলের প্রধান কোচকে দেখে এগিয়ে যান কয়েকজন ক্রীড়া সাংবাদিক। উদ্দেশ্য, দল নিয়ে কথা বলা। কিন্তু ডমিঙ্গো কথা বলেননি, উল্টো সাংবাদিকদের একের পর এক প্রশ্ন করে গেছেন দক্ষিণ আফ্রিকান এই কোচ।
১৪ ফেব্রুয়ারি ছিল ভালোবাসা দিবস। ডমিঙ্গোর মতে দিনটির রেশ এখনও কাটেনি। এমন দিনে পরিবারকে সময় না দিয়ে মিরপুর স্টেডিয়ামে থাকার কোনো মানেই হয় না!
এগিয়ে গিয়ে কথা বলার চেষ্টা করতেই ডমিঙ্গোর প্রশ্ন, ‘তোমাদের পরিবার-সন্তান নেই?’ উত্তরে সাংবাদিকরা ‘হ্যাঁ’ বললে তার আরেকটি প্রশ্ন, ‘তাহলে এখানে আজ কী করছো? আজ তো তোমাদের উচিত পরিবার, সন্তানদের সময় দেওয়া।’
সাংবাদিকরা তাকে মনে করিয়ে দিয়েছেন, এমন দিনে তিনিও মাঠে এসেছেন। সারা বছর যে কাজ করেন, সেই কাজ তিনি আজও করেছেন। এটা মনে করাতে আরেকটু রসিক হয়ে উঠলেন প্রোটিয়া এই কোচ।
একটু দূরেই দাঁড়িয়ে গাড়ির জন্য অপেক্ষা করছিলেন বাংলাদেশের নবনিযুক্ত বোলিং কোচ ওটিস গিবসন। ডমিঙ্গোর সঙ্গেই মাঠ ছাড়ছিলেন তিনি। ক্যারিবীয় কোচকে দেখিয়ে ভালোবাসা দিবস উদযাপন নিয়ে ডমিঙ্গো বলে ওঠেন, ‘আমিও ভালোবাসা দিবস কাটিয়েছি। আমার ভাগ্যে ছিল ওটিস গিবসন!’
মাঠ ছাড়ার আগে রসিকতায় মাতলেও মিরপুর শেরে বাংলার মূল মাঠে চার ক্রিকেটার নিয়ে ব্যস্ত সময় পার করেছেন ডমিঙ্গো। বিশেষ করে তামিম ইকবাল ও মুমিনুল হকের ব্যাটিং নিয়ে দীর্ঘক্ষণ কাজ করেছেন তিনি। এই অনুশীলনে ছিলেন পেসার আল আমিন হোসেন ও ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুনও।
আগামী ২২ ফেব্রুয়ারি মিরপুরে একমাত্র টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ-জিম্বাবুয়ে। এর আগে ১৮ ফেব্রুয়ারি থেকে অনুশীলন ক্যাম্প শুরু করবে বাংলাদেশ।