সাংবাদিকদের মিস করেন মুমিনুল
করোনাভাইরাসের প্রভাবে বদলে গেছে জীবন যাপন। কিছুই আর আগের মতো নেই। খেলার মাঠের পরিবেশও পাল্টে গেছে। দর্শকবিহীন মাঠে সব ধরনের খেলা আয়োজন করা হচ্ছে। অন্যান্য সময়ে খেলোয়াড়দের কাছে পৌঁছে যাওয়া ক্রীড়া সাংবাদিকরা এখন মাঠেই ঢোকার অনুমতি পান না। মিডিয়া রুমে হয় না আগের মতো সংবাদ সম্মেলনও। সবকিছেই এখন অনলাইনের বৃত্তে বন্দি।
স্বাভাবিকভাবেই গ্যালারিতে দর্শকদের মিস করেন খেলোয়াড়রা। বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুমিনুল হকের মিস করার তালিকাটা অবশ্য দীর্ঘ। সাংবাদিক এবং মুখোমুখি সংবাদ সম্মেলন, দুটোই মিস করেন মুমিনুল। সারা বছর যাদেরকে মাঠে দেখে কাটে, করোনার প্রকোপে সেই সাংবাদিকদের দীর্ঘদিন মাঠে দেখেন না ক্রিকেটাররা। ব্যাপারটা মিস করেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক।
দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে গত ১২ এপ্রিল শ্রীলঙ্কায় গেছে বাংলাদেশ দল। অনুশীলন, প্রস্তুতি ম্যাচের পর প্রথম টেস্ট খেলতে মাঠে নামার অপেক্ষায় বাংলাদেশ দল। ম্যাচের আগের দিন মঙ্গলবার দল, দলের লক্ষ্য, নিজেদের শক্তির জায়গা, প্রতিপক্ষসহ অনেক বিষয় নিয়ে ভার্চুয়াল এক সংবাদ সম্মেলনে কথা বলেন মুমিনুল।
অনেক প্রশ্নের উত্তরই দিতে হয় মুমিনুলকে। একটি প্রশ্ন ছিল সাংবাদিকদের সামলানো নিয়ে। সংবাদ সম্মেলনের একবারে শেষে টেস্ট অধিনায়ককে প্রশ্ন করা হয়, এখন যে সিরিজ বা সফরে সাংবাদিকদের দেখতে হয় না, এটা কি স্বস্তি দেয়? উত্তরে মুমিনুল জানান, স্বস্তি নয়, উল্টো সাংবাদিকদের মিস করেন তিনি।
মুমিনুল হক বলেন, 'না। আমি সব সময় সাংবাদিকদের মিস করি। যখন থেকে বাংলাদেশ দলে খেলি, চেষ্টা করতাম প্রতিদিন প্রেস কনফারেন্সে যাব। এই জিনিসটা আমার ভালো লাগতো। তার মানে প্রতিদিন দলের জন্য কন্ট্রিবিউট করা লাগবে। সত্যি বলতে এখন সংবাদ সম্মেলনে আগের অনুভূতিটা আসে না। সামনাসামনি থাকলে আরও বেশি উপভোগ করি। খুব মিস করি।'
বাংলাদেশ-শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে ক্যান্ডির পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে । প্রথম টেস্ট শুরু হবে আগামীকাল, ২১ এপ্রিল। দ্বিতীয় টেস্ট মাঠে গড়াবে ২৯ এপ্রিল। পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এবারই প্রথম টেস্ট ম্যাচ খেলতে যাচ্ছে বাংলাদেশ।