সব কিছুর আগে দেশ: মুস্তাফিজ

জাতীয় দল ও আইপিএল নিয়ে দোটানায় মুস্তাফিজুর রহমান- গতকালই (সোমবার) সংবাদমাধ্যমে এমন শিরোনাম হয়েছে। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের কথায় মনে হয়েছে, সত্যিকার অর্থেই সিদ্ধান্ত নিতে পারছেন না জাতীয় দলের বাঁহাতি এই পেসার। তবে দোটানা কাটিয়ে উঠতে মুস্তাফিজের সময় লাগলো না, এক রাতেই মনকে স্থির করে ফেলেছেন তিনি। মুস্তাফিজের কাছে সব কিছুর আগে দেশ।
মঙ্গলবার বিকাল সোয়া চারটায় নিউজিল্যান্ডের বিমানে চড়বে বাংলাদেশ দল। মিরপুরের একাডেমি থেকে বিমানবন্দরের উদ্দেশে রওনা দেওয়ার আগে মুস্তাফিজের মনে হয়েছে, আইপিএল খেলার বিষয়টি পরিষ্কার করে যাওয়া উচিত। নিজে থেকেই এগিয়ে এলেন। জানালেন, সবার আগে দেশ, তার পর বাকি সব। শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট দলে থাকলে আইপিএলে খেলবেন না তিনি।
বাঁহাতি এই পেসার বলেন, 'আমার কাছে সবার আগে দেশ, পরে বাকি সব। টিম ম্যানেজমেন্ট যদি টেস্টে আমাকে রাখে, তাহলে আমি টেস্ট খেলব। যদি না রাখে তাহলে বিসিবি জানে। বিসিবি যেটা বলবে আমি সেটা করব। বিসিবি সভাপতির সঙ্গে আমি কথা বলেছি, উনি আমার ওপর ছেড়ে দিয়েছেন। আর আমি দেশের খেলাকেই বেছে নিচ্ছি।'
দেশের খেলা বাদ দিয়ে অন্য চিন্তা করতেই চান না মুস্তাফিজ। ২৫ বছর বয়সী এই ক্রিকেটার বলেন, 'সবার আগে আমার কাছে দেশের খেলা। শ্রীলঙ্কা টেস্টে যদি থাকি, তাহলে আমি টেস্ট খেলব। যদি না থাকি তাহলে বিসিবি তো আমাকে বলবে যে আমি নেই। আমি বিসিবিকে তখন বলব, বিসিবি যদি আমাকে ছাড়ে, তাহলে আমি আইপিএলে খেলব। তবে দেশ আগে।'
মুস্তাফিজের কাছে প্রশ্ন ছিল, জাতীয় দল বা আইপিএল; কোনো পক্ষ থেকে খেলার জন্য চাপ আছে? বাংলাদেশ পেসার জানালেন, এমন কোনো চাপ নেই। তিনি চাপমুক্ত থেকেই সিদ্ধান্ত নিয়েছেন, 'দেশের বা আইপিএল খেলার বিষয়ে কোনো চাপ নেই। এটা তো স্বাভাবিক ব্যাপারই, আগেও আমি আইপিএলে খেলতে যাইনি দেশের খেলার কারণে। এবারও একইভাবে ভাবছি।'
২০২১ আইপিএলে রাজস্থান রয়্যালসে জায়গা হয়েছে মুস্তাফিজের। তবে কোটি টাকার প্রস্তাবে দেশের কথা ভুলে যাচ্ছেন না তিনি। সাকিব আল হাসান অবশ্য মুস্তাফিজের মতো করে ভাবেননি। কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএল খেলতে আগামী এপ্রিলে শ্রীলঙ্কা সফর থেকে ছুটি নিয়েছেন সাকিব। তৃতীয় সন্তানের জন্মের সময় যুক্তরাষ্ট্রে স্ত্রীর পাশে থাকতে নিউজিল্যান্ড সফরেও যাচ্ছেন না বাঁহাতি এই অলরাউন্ডার।