সবাইকে ছাড়িয়ে আরও উপরে মুমিনুল
সাদা পোশাকে ভালো করেন বলে মুমিনুল হকের নামই হয়ে গেছে টেস্ট ব্যাটসম্যান। এ নিয়ে অবশ্য অভিযোগ নেই তার। মন লাগিয়ে এই ফরম্যাটই খেলে যান তিনি। পুরস্কার হিসেবে গত বছর মুমিনুলের কাঁধে ওঠে টেস্ট অধিনায়কত্বের দায়িত্ব। শুরুটা ভালো না হলেও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে থেকে রান পেতে শুরু করেছেন বাঁহাতি এই ব্যাটসম্যান।
ক্যারিবীয়দের বিপক্ষে সেঞ্চুরি করে বাংলাদেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে দুই অঙ্কের সেঞ্চুরি সংখ্যার মালিক হন মুমিনুল। ১০টি টেস্ট সেঞ্চুরির মালিক মুমিনুল এবার নিজেকে আরও উপরে নিয়ে গেলেন।
শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টের প্রথম ইনিংসে দারুণ এক সেঞ্চুরি তুলে নিয়েছেন তিনি। এটা তার ক্যারিয়ারের ১১তম সেঞ্চুরি, যা বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ। ৯টি সেঞ্চুরি নিয়ে দ্বিতীয় অবস্থানে তামিম ইকবাল।
সেঞ্চুরিতে বাংলাদেশের মধ্যে সবার উপরে থাকলেও প্রথমবারের মতো বিদেশের মাটিতে সেঞ্চুরির দেখা পেলেন মুমিনুল। তার আগের ১০টি সেঞ্চুরিই ছিল ঘরের মাঠে। এর মধ্যে ৭টি সেঞ্চুরি চট্টগ্রামে। সেঞ্চুরিতে নিজেকে আরও উপরে নিয়ে যাওয়ার ম্যাচে বিদেশের মাটিতে না পারার আক্ষেপও ঘুচিয়ে নিলেন তিনি।
নাজমুল হোসেন শান্তর সঙ্গে প্রথম দিন থেকে ব্যাটিং করে আসা মুমিনুল ২২৪ বলে ৯টি চারে সেঞ্চুরি পূর্ণ করেন। ইতোমধ্যে শান্তর সঙ্গে ২২৪ রানের জুটি গড়েছেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক। যা যেকোনো উইকেটে বাংলাদেশের অষ্টম সেরা জুটি।
এই জুটিতে বড় সংগ্রহের পথে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। ১১ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ৩৭৭ রান। মুমিনুল ১০৭ ও শান্ত ১৫৪ রানে ব্যাটিং করছেন।
বাংলাদেশের টেস্ট ইতিহাসে প্রথমবারের মতো একই ইনিংসে তিন ও চার নম্বর ব্যাটসম্যান সেঞ্চুরির দেখা পেলেন। শান্ত ও মুমিনুলের সেঞ্চুরি পূর্ণ করাতেও থাকলো দারুণ মিল। দুজনই ধনঞ্জয়া ডি সিলভাকে চার মেরে সেঞ্চুরি পূর্ণ করেন। শান্ত ৯৭ ও মুমিনুল ৯৮ রানে থাকতে লঙ্কান স্পিনারকে চার মেরে তিন অঙ্কে পৌঁছান।