শ্রীলঙ্কা সফরে বাংলাদেশের ৭ দিনের কোয়ারেন্টিন!
শ্রীলঙ্কা সফর নিশ্চিত হয়েছে বেশ আগে। এই মাসের শেষের দিকে শ্রীলঙ্কার উদ্দেশে রওনা দেবে বাংলাদেশ ক্রিকেট দল। সূচি না জানালেও সবকিছু চূড়ান্ত করে রাখা হয়েছে। তবে শ্রীলঙ্কা সফরে বাংলাদেশ দলকে কতোদিন কোয়ারেন্টিনে থাকতে হবে, তা এখনও চূড়ান্ত হয়নি।
বিষয়টি নিয়ে দুই বোর্ডের মধ্যে আলোচনা চলছে। শ্রীলঙ্কা এরআগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) ১৪ দিনের কোয়ারেন্টিনের কথা জানিয়েছিল। শ্রীলঙ্কার চাওয়া, তাদের সরকারের নির্দেশনা অনুযায়ী বাংলাদেশ দল ১৪ দিন কোয়ারেন্টিন পালন করুক।
বিসিবি অবশ্য ভিন্ন প্রস্তাব দিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেটকে। বিসিবির চাওয়া, ৭ দিনের কোয়ারেন্টিন। বাকিটা সময় অনুশীলনে ব্যয় করার পরিকল্পনা দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটির। দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বিষয়টি জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী।
বৃহস্পতিবার বিসিবির প্রধান নির্বাহী বলেন, 'আপনারা জানেন যে, কতো দিনের কোয়ারেন্টিন হবে, সেটা এখনও চূড়ান্ত করা বাকি। বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি। আমরা একটু কম কোয়ারেন্টিন করতে চাই। এই বিষয়ে শ্রীলঙ্কা বোর্ডের সঙ্গে কথাবার্তা চলছে। খুব দ্রুতই একটা সিদ্ধান্তে পৌঁছানো যাবে বলে আশা করছি।' ৭ দিনের কোয়ারেন্টিন হবে বলেই আশা করছে বিসিবি।
শ্রীলঙ্কা ক্রিকেট তাদের সরকারের সঙ্গে আলোচনা সিদ্ধান্ত জানাবে। সেই সিদ্ধান্ত জানার অপেক্ষায় আছে বিসিবি। বিসিবির প্রধান নির্বাহী বলেন, 'শ্রীলঙ্কা ১৪ দিনের কোয়ারেন্টিনের কথা বলেছিল। আমরা চাই ৭ দিনের কোয়ারেন্টিন করতে। এ বিষয়ে তাদেরকে আমরা জানিয়েছি, কথা হয়েছে। শ্রীলঙ্কা তাদের সরকারের সাথে কথা বলবে, তারপর আমাদেরকে সিদ্ধান্ত জানাবে।'
দুই-একদিনের মধ্যে শ্রীলঙ্কা সফরের জন্য প্রাথমিক দল ঘোষণা করা হবে। এসব ক্রিকেটারের দ্বিতীয় দফায় করোনা পরীক্ষা করা হবে ১৮ সেপ্টেম্বর। পরীক্ষায় নেগেটিভ হওয়া ক্রিকেটারদের ২০ সেপ্টেম্বর থেকে হোটেলে তোলা হবে। ২১ সেপ্টেম্বর থেকে শুরু হবে দলীয় অনুশীলন।
মিরপুর স্টেডিয়ামে কয়েকদিন অনুশীলনের পর ২৭ সেপ্টেম্বর শ্রীলঙ্কার উদ্দেশে রওনা দেবে জাতীয় দল। জাতীয় দলের সঙ্গে সফর করবে হাই পারফরম্যান্স দলও। এই সফরে শ্রীলঙ্কার বিপক্ষে তিনটি টেস্ট খেলবে বাংলাদেশ। প্রথম দুটি টেস্ট ক্যান্ডিতে এবং শেষ টেস্ট কলম্বোতে অনুষ্ঠিত হবে। এর আগে হাই পারফরম্যান্স দলের বিপক্ষে কয়েকটি প্রস্তুতি ম্যাচ খেলবে জাতীয় দল।