শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে সাফ মিশন শুরু বাংলাদেশের

আগামী ১ অক্টোবর মালদ্বীপে মাঠে গড়াচ্ছে সাফ চ্যাম্পিয়নশিপ। দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় এই আসরটির সূচি বুধবার চূড়ান্ত হয়েছে। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে সাফ মিশন শুরু হবে বাংলাদেশের। উদ্বোধনী দিনেই লঙ্কানদের বিপক্ষে মাঠে নামবে জামাল ভূঁইয়ার দল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১০টায়। এর আগে উদ্বোধনী ম্যাচে নেপালের মুখোমুখি হবে স্বাগতিক মালদ্বীপ।
এবারের সাফ চ্যাস্পিয়নশিপ ছয় দল নিয়ে করার পরিকল্পনা ছিল দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডারেশনের। কিন্তু বিদেশের মাটিতে খেলার ব্যাপারে সীমাবদ্ধতা ছিল ভুটানের। দেশটির সরকার ভুটান ফুটবল ফেডারেশনকে বিদেশে খেলার ব্যাপারে নিষেধাজ্ঞা দিয়ে রেখেছিল।
এরপরও চেষ্টার কমতি রাখেনি ভুটান ফুটবল ফেডারেশন। সরকারের অনুমতি নিতে চেষ্টা চালিয়ে আসছিল তারা। ব্যাপারটি সুরাহার জন্য দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডারেশনের কাছে তিন দিনের সময় চেয়েছিল তারা। এরপরও সমাধান মেলেনি, অবশেষে আসরটিতে অংশ নিচ্ছে না বলে জানিয়ে দিয়েছে ভুটান। ফিফার নিষেধাজ্ঞা থাকায় খেলতে পারছে না পাকিস্তান। এবারের সাফ তাই পাঁচ দল নিয়ে অনুষ্ঠিত হবে।
উদ্বোধনী দিনে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ খেলার পর একদিনের বিরতি পাবে বাংলাদেশ। ৩ অক্টোবর ভারতের মুখোমুখি হবেন জামাল-সাদ উদ্দিনরা। এই ম্যাচটি শুরু হবে বিকেল ৫টায়। ৬ অক্টোবর তৃতীয় ম্যাচে স্বাগতিক মালদ্বীপের বিপক্ষে লড়বে বাংলাদেশ। প্রথম পর্বের শেষ ম্যাচে বিকেল ৫টায় নেপালের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।
পাঁচ দলের এই টুর্নামেন্ট রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। প্রতিটি দল একে অপরের মুখোমুখি হবে। পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল খেলবে ফাইনাল। ১৩ অক্টোবর মালের জাতীয় ফুটবল স্টেডিয়ামে ফাইনাল অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টের প্রতিটি ম্যাচই এখানে অনুষ্ঠিত হবে।
করোনাকাল হওয়ায় প্রতিটি দলকে টুর্নামেন্ট শুরুর তিনদিন আগে মালদ্বীপে পৌঁছাতে হবে। বিমানবন্দর থেকে সরাসরি হোটেলের জৈব সুরক্ষা বলয়ে প্রবেশ করতে হবে প্রতিটা দলকে। একটি হোটেলে দুটি করে দল থাকবে। জৈব সুরক্ষা বলয়ে কয়েক দফায় করোনা পরীক্ষা হবে সবার। পরীক্ষায় নেগেটিভ ফল আসার পর মিলবে অনুশীলনের অনুমতি।
করোনাভাইরাসের কারণে এবার সাফ চ্যাম্পিয়নশিপ আয়োজন নিয়ে অনিশ্চয়তা ছিল। আসরটির আয়োজক হওয়ার কথা ছিল বাংলাদেশের। কিন্তু বাংলাদেশের করোনা পরিস্থিতির অবনতির কারণে সেটা সম্ভব হয়নি। সর্বসম্মতিক্রমে আসরটি মালদ্বীপে আয়োজন করার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়।
সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের ম্যাচের সূচি:
তারিখ | প্রতিপক্ষ | সময় |
১ অক্টোবর | শ্রীলঙ্কা | রাত ১০টা |
৩ অক্টোবর | ভারত | বিকেল ৫টা |
৬ অক্টোবর | মালদ্বীপ | রাত ১০টা |
১১ অক্টোবর | নেপাল | বিকেল ৫টা |