শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টের দল ঘোষণা
কয়েক দিনের অনুশীলনের পর প্রস্তুতি ম্যাচ খেলে নিজেদের ঝালিয়ে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্ট খেলতে সোমবার ক্যান্ডিতে পৌঁছেছে মুমিনুল হকরা। মঙ্গলবার প্রথম টেস্টের জন্য দল ঘোষণা করেছে বিসিবি। চূড়ান্ত দলে জায়গা হয়েছে ১৫ জন ক্রিকেটারের।
প্রথমবারের মতো টেস্টের চূড়ান্ত দলে জায়গা পেয়েছেন তরুণ পেসার শরিফুল ইসলাম। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলা ডানহাতি অফ স্পিনার নাঈম হাসান দল থেকে বাদ পড়েছেন। চূড়ান্ত দলে জায়গা হয়নি খালেদ আহমেদ, মুকিদুল ইসলাম মুগ্ধ, শুভাগত হোম, শহীদুল ইসলাম ও নুরুল হাসান সোহানের।
বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু আগেই জানিয়েছিলেন, দেশ থেকে চূড়ান্ত দল ঘোষণা করা হবে না। শ্রীলঙ্কায় প্রস্তুতি ম্যাচের পর চূড়ান্ত দল নির্বাচন করা হবে। দুই দিনের প্রস্তুতি ম্যাচের একদিন পর দল ঘোষণা করা হলো।
বাংলাদেশ-শ্রীলঙ্কার মধ্যকার দুটি ম্যাচেই ক্যান্ডির পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। প্রথম টেস্ট শুরু হবে ২১ এপ্রিল। দ্বিতীয় টেস্ট মাঠে গড়াবে ২৯ এপ্রিল। ২০১৭ সালের পর শ্রীলঙ্কায় প্রথমবারের মতো টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ।
টেস্টের চূড়ান্ত দল: মুমিনুল হক (অধিনায়ক), লিটন কুমার দাস, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, তামিম ইকবাল, সাদমান ইসলাম অনিক, আবু জায়েদ রাহি, তাইজুল ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, এবাদত হোসেন, সাইফ হাসান, ইয়াসির আলী রাব্বি ও শরিফুল ইসলাম।
জায়গা না পাওয়া ক্রিকেটার: নাঈম হাসান, খালেদ আহমেদ, মুকিদুল ইসলাম মুগ্ধ, শুভাগত হোম, শহীদুল ইসলাম ও নুরুল হাসান সোহান।