শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টের দল ঘোষণা
প্রথম টেস্টে দারুণ লড়াই করা বাংলাদেশ দ্বিতীয় টেস্টে আরও ভালো করার অপেক্ষায়। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে জিততে চায় মুমিনুলবাহিনী। বাংলাদেশের প্রধান কোচ রাসেল ডমিঙ্গোর ভাষায়, 'ড্র করতে নয়, জিততে এসেছি এখানে।'
জয়ে চোখ রাখা বাংলাদেশ দ্বিতীয় টেস্টের চূড়ান্ত স্কোয়াডে কোনো পরিবর্তন আনেনি। প্রথম টেস্টের স্কোয়াডই রাখা হয়েছে। ফলে চূড়ান্ত দলে এবারও জায়গা হয়নি নাঈম হাসান, খালেদ আহমেদ, মুকিদুল ইসলাম মুগ্ধ, শুভাগত হোম, শহীদুল ইসলাম ও নুরুল হাসান সোহান।
বাংলাদেশের স্কোয়াডের মতো ভেন্যুও অপরিবর্তিত থাকছে। ক্যান্ডির পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামেই ২৯ এপ্রিল মাঠে গড়াচ্ছে দ্বিতীয় ও শেষ টেস্ট।
দ্বিতীয় টেস্টের চূড়ান্ত দল: মুমিনুল হক (অধিনায়ক), লিটন কুমার দাস, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, তামিম ইকবাল, সাদমান ইসলাম অনিক, আবু জায়েদ রাহি, তাইজুল ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, এবাদত হোসেন, সাইফ হাসান, ইয়াসির আলী রাব্বি ও শরিফুল ইসলাম।
জায়গা না পাওয়া ক্রিকেটার: নাঈম হাসান, খালেদ আহমেদ, মুকিদুল ইসলাম মুগ্ধ, শুভাগত হোম, শহীদুল ইসলাম ও নুরুল হাসান সোহান।