শেষ মুহূর্তে গোল খেয়ে হতাশা নিয়ে মাঠ ছাড়ল বাংলাদেশ
বৃষ্টি বাধায় ম্যাচ পেছালো দুবার। এরপর যখন ম্যাচ মাঠে গড়াল, শুরুতেই সাফল্যের দেখা পেল বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ১৭তম মিনিটে গোল দিয়ে নিজেদের জাল অক্ষত রেখেই খেলে যেতে থাকল জামাল ভূঁইয়ার দল। কিন্তু তীরে গিয়ে ডুবল তরী। সিশেলসের বিপক্ষে শেষ মুহূর্তে গোল হজম করে হতাশা নিয়ে মাঠ ছাড়ল বাংলাদেশ।
বুধবার শ্রীলঙ্কার কলম্বোর রেসকোর্স মাঠে প্রাইম মিনিস্টার মাহিন্দা রাজাপাকসে চার জাতি টুর্নামেন্টে সিশেলসের বিপক্ষে ১-১ ড্র করেছে বাংলাদেশ। ১৭তম মিনিটে গোল করে বাংলাদেশকে এগিয়ে নেন মোহাম্মদ ইব্রাহিম। ৮৭তম মিনিটে সিশেলসের হয়ে সমতাসূচক গোলটি করেন রশিদ ড্যান ল্যাবরোস।
বাংলাদেশের অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে জয় দিয়েই শুরু হতে পারতো মারিও লেমোসের। কিন্তু শেষ মুহূর্তে গিয়ে শিষ্যরা তাকে হতাশ করলেন। এ নিয়ে চার ম্যাচে জয়হীন থাকল বাংলাদেশ। সর্বশেষ সাফ চ্যাম্পিয়নশিপে শ্রীলঙ্কাকে হারানোর পরের তিন ম্যাচে ভারত ও নেপালের বিপক্ষে ড্র করলেও মালদ্বীপের বিপক্ষে হেরে যান জামাল-তপুরা।
প্রতিপক্ষের চেয়ে কিছুটা এগিয়ে থেকে এই ম্যাচ খেলতে নামে বাংলাদেশ। ফিফা র্যাঙ্কিংয়ে সিশেলসের বেশ কয়েকধাপ এগিয়ে আছে বাংলাদেশ। জামালরা ১৮৭তম স্থানে আছে। পূর্ব আফ্রিকার দেশটি আছে ১৯৯তম স্থানে। কিন্তু ফেবারিটের মতো শুরুর করেও জয়ের মুখ দেখা হলো না বাংলাদেশের।
শুরু থেকে বলের নিয়ন্ত্রণ রেখে আক্রমণ সাজাতে থাকে বাংলাদেশ। কিন্তু সিশেলসের গোলরক্ষককে তেমন কোনো পরীক্ষা নিতে পারছিল না তারা। ইয়াসিন আরাফাত, টুটুল হোসেন বাদশা, তপু বর্মন ও সুশান্ত ত্রিপুরার কড়া পাহারায় সিশেলসও প্রথমার্ধে তেমন সুবিধা করতে পারেনি।
চতুর্দশ মিনিটে দলটির স্যাম শেন হ্যালকের দূরপাল্লার শট ফিরিয়ে দেন বাংলাদেশের গোলরক্ষক আনিসুর রহমান জিকো। এর তিন মিনিট পরই এগিয়ে যায় বাংলাদেশ। নিজেদের অর্ধ থেকে বাদশার লং পাস এক সতীর্থের পা হয়ে পেয়ে যান ইব্রাহিম। এক ডিফেন্ডারকে কাটিয়ে তার নেওয়া শট জাল খুঁজে নেয়।
এগিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ। দ্বিতীয়ার্ধেও ব্যবধান ধরে রেখে এগোতে থাকে বাংলাদেশ। কিন্তু ৮৭তম মিনিটে গিয়ে গোল হজম করে নেয় লোমোসবাহিনী। সতীর্থের ক্রস ওয়ারেন এরিক বুক দিয়ে নামিয়ে দেওয়ার পর রশিদ ড্যান ল্যাবরোস জোরালো শটে সমতা ফেরান। একটু পর উডলে ট্যাম্বুর হেড অল্পের জন্য বাইরে দিয়ে গেলে বেঁচে যায় বাংলাদেশ।