শুরুতেই হোঁচট রিয়ালের, দারুণ জয়ে শুরু জুভেন্টাসের
নতুন মৌসুমের শুরুটা ভালো হলো না লা লিগা চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের। শুরুতেই হোঁচট খেয়েছে স্প্যানিশ জায়ান্টরা। অন্যদিকে সিরি 'এ' তে দাপুটে জয়ে শুরু করেছে ক্রিশ্চিয়ানো রোনালদোদের দল জুভেন্টাস। প্রথম ম্যাচে তাদের বিপক্ষে দাঁড়াতেই পারেনি সাম্পদোরিয়া।
লা লিগা কদিন আগে শুরু হলেও প্রথম রাউন্ডে খেলতে হয়নি রিয়ালকে। আগস্টেও চ্যাম্পিয়ন্স লিগ নিয়ে ব্যস্ত থাকায় প্রথম রাউন্ডে চ্যাম্পিয়নদের বিশ্রাম দেয় লা লিগা কর্তৃপক্ষ। বিশ্রাম খুব একটা কাজে এলো না। লিগে নিজেদের প্রথম ম্যাচে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে গোলশূন্য ড্র করে মাঠ ছেড়েছে রিয়াল।
সিরি 'এ'র বর্তমান চ্যাম্পিয়ন জুভেন্টাস দারুণ এক জয়ে শিরোপা ধরে রাখার মিশন শুরু করেছে। ঘরের মাঠে সাম্পদোরিয়াকে ৩-০ গোলে হারিয়েছে তারা। একটি করে গোল করেছেন দেজান কুলুসেবস্কি, লিওনার্দো বোনুচ্চি ও ক্রিশ্চিয়ানো রোনালদো।
একই রাতে ইংলিশ প্রিমিয়ার লিগে হতাশায় ডুবেছে শক্তিশালী দল গঠন করা চেলসি। চ্যাম্পিয়ন লিভারপুলের বিপক্ষে ২-০ গোলে হেরেছে প্রথমার্ধের শেষ দিকে ১০ জনের দলে পরিণত হওয়া চেলসি। লিভারপুলের হয়ে দুটি গোলই করেছেন সাদিও মানে।
লিগ ওয়ানে অবশেষে জয়ের দেখা পেয়েছে নেইমার-এমবাপ্পেদের দল প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। প্রথম দুই ম্যাচে হারা ফরাসি চ্যাম্পিয়নরা তৃতীয় ম্যাচে নিসকে ৩-০ গোলে হারয়েছে। একটি করে গোল করেছেন কিলিয়ান এমবাপ্পে, আনহেল ডি মারিয়া ও মার্কিনোয়োস।