শান্তর সেঞ্চুরির পর মুমিনুলের হাফ সেঞ্চুরি
শ্রীলঙ্কা সফরে বাংলাদেশের শুরুর পর্বটা মনে রাখার মতোই হলো। সিরিজের প্রথম টেস্টে টস জিতে আগে ব্যাটিং করতে নেমে দাপট দেখিয়ে যাচ্ছেন সফরকারী দলের ব্যাটসম্যানরা। তামিম ইকবাল না পারলেও তিন অঙ্কে পৌঁছেছেন নাজমুল হোসেন শান্ত।
৯০ রান করা তামিমের সঙ্গে ১৪৪ রানের জুটি গড়া শান্ত ২৩৫ বলে ১২টি চার ও একটি ছক্কায় টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নেন। ২০১৯ সালের পর এই প্রথম দেশের বাইরে সেঞ্চুরি পেলেন কোনো বাংলাদেশি ব্যাটসম্যান।
কিছুক্ষণ পর হাফ সেঞ্চুরি পূর্ণ করেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুমিনুল হক। ১১৭ বলে ৫টি চারে হাফ সেঞ্চুরিতে পৌঁছান টেস্টে বাংলাদেশের সবচেয়ে নির্ভরযোগ্য এই ব্যাটসম্যান। টেস্টে এটা মুমিনুলের ১৪তম হাফ সেঞ্চুরি। শান্ত-মুমিনুলের দারুণ ব্যাটিংয়ে ৮০ ওভার শেষে ২ উইকেটে ২৬৯ রান তুলেছে বাংলাদেশ। তাদের অবিচ্ছিন্ন জুটি থেকে এসেছে ১১৭ রান।
দ্বিতীয় সেশনেও বাংলাদেশের দাপট
শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে ভালোই দাপট দেখিয়ে যাচ্ছে বাংলাদেশ। প্রথম সেশনের পর দ্বিতীয় সেশনেও ব্যাট হাতে শাসন করলেন বাংলাদেশের ব্যাটসম্যান। দ্বিতীয় সেশনের ২৬ ওভার থেকে ১ উইকেটে ৯৪ রান তুলেছে বাংলাদেশ। অবশ্য এই সেশনে হতাশাও আছে। দারুণ সব শটে ইনিংস সাজানো তামিম ইকবাল কাছে পৌঁছেও সেঞ্চুরি পূর্ণ করতে পারেননি।
৯০ রান করে বিদায় নেন বাংলাদেশের অভিজ্ঞ এই ওপেনার। এরপর নাজমুল হোসেন শান্তর সঙ্গে যোগ দিয়ে দ্বিতীয় সেশনের বাকিটা সময় পার করেন অধিনায়ক মুমিনুল হক। ৫৩ ওভার শেষে ২ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ২০০ রান। শান্ত ও মুমিনুল ইতোমধ্যে ৪৮ রানের জুটি গড়েছেন। শান্ত ৭৮ ও মুমিনুল ২১ রানে অপরাজিত আছেন। বাংলাদেশের যাওয়া ২টি উইকেটই নিয়েছেন শ্রীলঙ্কার বাঁহাতি পেসার বিশ্ব ফার্নান্দো।
দারুণ ইনিংস খেলেও হতাশা নিয়ে মাঠ ছাড়লেন তামিম
'দেশের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে ১০টি টেস্ট সেঞ্চুরির মালিক হলেন তামিম ইকবাল'- শিরোনামটা এমন হতে পারতো। মুমিনুল হকের পর দেশের দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে দুই অঙ্কের সেঞ্চুরি সংখ্যা পূরণের পথেই ছিলেন বাংলাদেশ ওপেনার। কিন্তু লঙ্কানদের বিপক্ষে তার দারুণ ব্যাটিংয়ের শেষটা হলো হতাশার।
টেস্ট ক্যারিয়ারের ২৯তম হাফ সেঞ্চুরিকে সেঞ্চুরিতে রূপ দিতে পারলেন না তামিম। ৯০ রান করে স্লিপে ক্যাচ তুলে বিদায় নিলেন অভিজ্ঞ এই ব্যাটসম্যান। তামিমের ১০১ বলের ইনিংসে ছিল ১৫টি চারের মার। সাইফ হাসানকে ফেরানো বিশ্ব ফার্নান্দোর শিকারেই পরিণত হন তামিম।
তামিমের বিদায়ে উইকেটে গেছেন অধিনায়ক মুমিনুল হক। ৪১ ওভার শেষে ২ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ১৫৮ রান। শান্ত ৫৩ ও মুমিনুল ৪ রানে ব্যাটিং করছেন।
তামিমের পর শান্তর হাফ সেঞ্চুরি
তামিম ইকবালের পর হাফ সেঞ্চুরি তুলে নিলেন নাজমুল হোসেন শান্তও। বাঁহাতি টপ অর্ডার এই ব্যাটসম্যান অবশ্য তামিমের মতো দ্রুত রান তোলেননি। টেস্ট মেজাজে খেলেই ক্যারিয়ারের দ্বিতীয় হাফ সেঞ্চুরি পূর্ণ করেন শান্ত। ১২০ বলে ৭টি চার হাফ সেঞ্চুরি পূর্ণ করেন ২২ বছর বয়সী এই ব্যাটসম্যান।
এক বছরেরও বেশি সময় পর টেস্টে হাফ সেঞ্চুরি পেলেন শান্ত। ২০২০ সালের ফেব্রুয়ারিতে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট ক্যারিয়ারের প্রথম হাফ সেঞ্চুরিটি করেন তিনি। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে তামিম-শান্তর ব্যাটে বড় সংগ্রহের দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।
৩৮ ওভার শেষে ১ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ১৪৮ রান। তাদের জুটি থেকে ইতোমধ্যে ১৪০ রান পেয়েছে বাংলাদেশ। তামিম ৮৬ ও শান্ত ৫১ রানে ব্যাটিং করছেন।
প্রথম সেশনটা দারুণ কাটলো বাংলাদেশের
তামিম ইকবাল ও নাজমুল হোসেন শান্তর দারুণ ব্যাটিংয়ে বাংলাদেশের সংগ্রহ ১০০ ছাড়িয়েছে। শুরুতেই উইকেট হারালেও এই দুই ব্যাটসম্যান দলকে পথ দেখিয়ে যাচ্ছেন। ইতোমধ্যে ৯৮ রানের জুটি গড়েছেন তামিম-শান্ত। তাদের ব্যাটিংয়ে প্রথম সেশনটা দারুণ কাটলো বাংলাদেশের।
শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টের প্রথম ইনিংসে ২৭ ওভারে ১ উইকেটে ১০৮ রান তুলে মধ্যাহ্নভোজে গেছে বাংলাদেশ। টেস্ট ক্যারিয়ারের ২৯তম হাফ সেঞ্চুরি তুলে নেওয়া তামিম ৬৫ রানে অপরাজিত আছেন। শান্ত অপরাজিত আছেন ৩৭ রানে।
ওয়ানডের গতিতে তামিমের হাফ সেঞ্চুরি
শুরু থেকেই দ্রুত গতিতে ব্যাট চালাতে থাকলেন তামিম ইকবাল। বাংলাদেশ ওপেনার যেন ভুলেই গেলেন টেস্ট খেলতে নেমেছেন। সাইফ হাসান ফিরে গেলেও একই ছন্দে থাকলেন তামিম। আর এভাবেই হাফ সেঞ্চুরি তুলে নিলেন অভিজ্ঞ এই ওপেনার। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে আগে ব্যাটিং করতে নেমে ৫৩ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করেছেন তামিম।
হাফ সেঞ্চুরি করতে তামিম চার মেরেছেন ১০টি। অর্থাৎ, ৫০ রানের ৪০ রানই বাউন্ডারি মেরে তুলেছেন বাংলাদেশ ওপেনার। টেস্টে এটা তামিমের ২৯তম হাফ সেঞ্চুরি। যা বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ। টেস্টে বাংলাদেশের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ হাফ সেঞ্চুরি সাকিব আল হাসানের। বাঁহাতি এই অলরাউন্ডার ২৫টি হাফ সেঞ্চুরির মালিক।
টেস্টে টানা দ্বিতীয় হাফ সেঞ্চুরি করলেন তামিম। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশের সর্বশেষ টেস্টের দ্বিতীয় ইনিংসে ৫০ রান করেছিলেন তিনি। তামিম ও নাজমুল হোসেন শান্তর ব্যাটে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। ইতোমধ্যে ৬৫ রানের জুটি গড়েছেন এ দুজন। ১৯ ওভার শেষে ১ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ৭৩ রান।
শুরুতেই উইকেট হারালো বাংলাদেশ
শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টের শুরুটা ভালো হলো না বাংলাদেশের। টস জিতে আগে ব্যাটিং করতে নেমে শুরুতেই উইকেট হারিয়েছে মুমিনুল হকের দল। বিশ্ব ফার্নান্দোর বলে এলবিডব্লিউ হয়ে ফিরে গেছেন সাইফ হাসান।
লঙ্কান বাঁহাতি পেসারের একটি লেংন্থ বল খেলতে ব্যর্থ হন সাইফ। জোরালো আবেদন হলেও সাড়া দেননি আম্পায়ার কুমার ধর্মসেনা। কিন্তু ফার্নান্দের পরামর্শে রিভিউ নেন লঙ্কান অধিনায়ক দিমুথ করুনারত্নে। রিভিউতে সিদ্ধান্ত লঙ্কানদের পক্ষে যায়। রানের খাতা খোলার আগেই ফেরেন সাইফ।
৫ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ১ উইকেটে ১৬ রান। উইকেটে আছেন তামিম ইকবাল ও নাজমুল হোসেন শান্ত। তামিম ১৬ ও শান্ত ১ রানে ব্যাটিং করছেন।